বিশ্বকাপে বাদ পড়েন, ফাইনালে ফ্রান্সের হারের পর দিনই জাতীয় দলকে বিদায় বেঞ্জেমার
অভিমান করেই কি শেষ পর্যন্ত জাতীয় দল থেকে অবসর নিলেন করিম বেঞ্জেমা? ফ্রান্স বিশ্বকাপের ফাইনালে হারের পর দিনই জাতীয় দল থেকে অবসরের কথা ঘোষণা করলেন করিম বেঞ্জেমা। চোটের কারণে এ বার বেঞ্জেমা বিশ্বকাপে খেলতেই পারেননি।
সোমবার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিজের অবসরের সিদ্ধান্তের কথা ঘোষণা করেন বেঞ্জেমা। তিনি লিখেছেন, ‘আমি চেষ্টা করেছিলাম, নিজের সেরাটা দেওয়ার। যা ভুল করেছি তার জন্যেই আজ আমি এখানে। আমি তার জন্যে গর্বিত। আমার গল্প লেখা শেষ।’
আরও পড়ুন: আমরা ফিরবই- ফাইনালে হারের পর দিনই ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ এমবাপের
বিশ্বকাপ শুরুর ঠিক আগেই অনুশীলনে চোট পেয়েছিলেন রিয়াল মাদ্রিদের তারকা প্লেয়ার। আর চোটের কারণে কাতার বিশ্বকাপের দল থেকে বাদ পড়তে হয় বেঞ্জেমাকে। তবে ঘনিষ্ঠ মহলে বেঞ্জেমা দাবি করেছিলেন, অনুশীলনে পাওয়া চোট এমন কিছু গুরুতর ছিল না। খুব বেশি হলে দু’-তিনটি ম্যাচ হয়তো খেলতে পারতেন না। কিন্তু দেশঁই তাঁকে দেশে ফিরে যাওয়ার জন্য অনুরোধ জানিয়েছিলেন। আর বিশ্বকাপে খেলতে না পারার অভিমানেই কি তবে জাতীয় দলের থেকে অবসর নিলেন করিম বেঞ্জেমা?
তবে এটাও ঠিক, বেঞ্জেমা স্পেনে ফিরে দ্রুত সুস্থ হয়ে রিয়াল মাদ্রিদের অনুশীলন ম্যাচও খেলেন। তা সত্ত্বেও বেঞ্জেমাকে জাতীয় দলে ডাকেননি দেশঁ। ফাইনালে তাঁর খেলার জল্পনা থাকলেও, সেই সব কিছু হয়নি। ম্যাচের আগে বার বার ফ্রান্সের কোচকে এই নিয়ে প্রশ্ন করা হয়। তিনি এক সময় বিরক্ত হয়ে পড়েন। জানান, বেঞ্জেমাকে ফাইনালে নামানোর কথা একেবারেই ভাবছেন না।
আরও পড়ুন: কতটা কষ্ট পাচ্ছিলে, জানি- আর্জেন্তিনার বিশ্ব জয়ের পর মেসিকে আবেগঘন বার্তা স্ত্রীর
ফ্রান্স কোচ দিদিয়ের দেশঁর সঙ্গে বেঞ্জেমার সম্পর্ক মোটেও ভালো নয়। এমন কী বেঞ্জেমার বিরুদ্ধে সতীর্থ ম্যাথিউ ভালবুয়েনা তাঁকে ব্ল্যাকমেল করার অভিযোগ আনলে, দীর্ঘ দিন তারকা প্লেয়ারকে জাতীয় দলের বাইরেই রেখেছিলেন দেশঁ। গত বিশ্বকাপেও বেঞ্জেমাকে দলে রাখেননি। তবে গত বছরেই ইউরোর দলে ফেরেন বেঞ্জেমা। কিন্তু চোটের জন্য বিশ্বকাপের দল থেকে বাদ পড়েন। জানা গিয়েছে, নতুন করে দেশঁর সঙ্গে তাঁর সম্পর্কে অবনতি হয়েছে। আর তাই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন বেঞ্জেমা।
গত মরসুমে রিয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়ন্স লিগ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন বেঞ্জেমা। তিনি দুর্দান্ত ছন্দেও ছিলেন। বিশ্বকাপে আসার আগে ব্যালন ডি’অর পুরস্কারও পান। ফ্রান্সের বিশ্বকাপ দলেও তাঁকে রেখেছিলেন দেশঁ। দলের সঙ্গে দোহাতেও এসেছিলেন বেঞ্জেমা। কিন্তু অনুশীলনে চোট পেয়ে ছিটকে যান। তবে তাঁর বদলে অন্য কোনও ফুটবলারকে আনেননি দেশঁ। ৩৫-র বেঞ্জেমা ফ্রান্স জাতীয় দলের হয়ে ৯৭টি ম্যাচ খেলেছেন। গোল করেছেন ৩৭টি।
For all the latest Sports News Click Here