‘বিশ্বকাপে প্রথম একাদশে সুযোগ পাবেন না!’ -KKR ক্যাপ্টেনকে নিয়ে প্রাক্তন অধিনায়কের টিপ্পনী
শ্রীলঙ্কার বিরুদ্ধে পরপর দুটো টি টোয়েন্টি ম্যাচে অর্ধশতরান। দলের কঠিন মুহূর্তে তিন নম্বরে ব্যাট করতে নেমে দায়িত্বের সঙ্গে নিজের ইনিংস খেলেছিলেন শ্রেয়স। কিন্তু এরপরেও অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে চূড়ান্ত দলে থাকতে পারেবন না তিনি। এমনটাই মনে করেন KKR এর প্রাক্তন অধিনায়ক এবং ভারতের উইকেটরক্ষক দীনেশ কার্তিক। তার মতে বিরাট কোহলি, কে এল রাহুল, ঋষভ পন্ত ফিরে এলে শ্রেয়স কোন জায়গায় ব্যাট করবেন তা দীনেশ কার্তিক বুঝতে পারছেন না। কার্তিক বলেন, ‘আপনার কাছে আক্ষরিক অর্থে চার-পাঁচ জন খেলোয়াড়ের একটি সেট রয়েছে, যারা এই দলে আসতে পারেন এবং দীর্ঘ দিন ধরে তারা ভালো পারফর্ম করছেন। – বিরাট কোহলি, ঋষভ পান্ত, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, কেএল রাহুল, আমি এদের জন্য যেতে পারি।’
এরপরে আবার আইপিএলে যদি হার্দিক পান্ডিয়া দুরন্ত পারফর্ম করেন, তাহলে বিশেষজ্ঞদের মতে তাকেও অস্ট্রেলিয়ার বিমানে তোলা হতে পারে। কিন্তু দীনেশ কার্তিক মনে করেন রোহিত শর্মা সর্বদা বর্তমান ফর্মকেই গুরুত্ব দেন। তাছাড়া কার্তিক নিশ্চিত শ্রেয়সের দক্ষতা সম্পর্কে অধিনায়ক রোহিত সম্পূর্ণ ওয়াকিবহাল। কার্তিক মনে করেন শ্রেয়স আইয়ার তিনটি ফর্ম্যাটেই দুরন্ত পারফর্ম করার ক্ষমতা রাখেন। তাছাড়া তার মধ্যে লিডারশিপ ক্ষমতা রয়েছে। তাই ভারতের উচিত অস্ট্রেলিয়ার মাটিতে তাকে প্রথম দলে রাখার চেষ্টা করা।
অনেকেই মনে করেন জীবনের সেরা ছন্দে আছেন শ্রেয়স আইয়ার। কিন্তু শ্রেয়স নিজে অবশ্য মনে করেন ভারতের হয়ে তার সেরা পারফর্মেন্স তুলে ধরা এখনও বাকি রয়েছে। সুযোগ পাওয়া তার হাতে নেই। কিন্তু ব্যাট হাতে যখনই ২২ গজে যাবেন, নিজেকে উজাড় করে দেবেন। শুধু লিমিটেড ওভার ক্রিকেট নয়, ভারতের জার্সি গায়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে কানপুরে টেস্ট ম্যাচেও অনবদ্ শতরান করেছিলেন তিনি। এবারের আইপিএলে কেকেআর-এর জার্সি গায়ে খেলতে দেখা যাবে শ্রেয়স আইয়ারকে। তবে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে শ্রেয়স খেলবেন কিনা তা এখনও কার্তিকের কাছে স্পষ্ট নয়। কার্তিক বলেন, ‘আমি মনে করি তিনিও জানেন যে তিনি বিশ্বকাপের শুরুতে প্রথম একাদশে থাকতে পারবেন না। তবে তার এই পারফরমেন্স তাকে বিমানের সিটটা নিশ্চত করাবে। এবং এই পারফরমেন্স তাকে দলের ঢোকার জায়গা করে দেবে।’
For all the latest Sports News Click Here