বিশ্বকাপে দুর্দান্ত বিশ্বরেকর্ড জেমির, আন্তর্জাতিক ক্রিকেটে এমন নজির আর কারও নেই
একে তো চলতি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেরা বোলিং করে ভেঙে দেন পাক তারকার নজির। তার উপর উগান্ডার বিরুদ্ধে স্কটল্যান্ডের বাঁ-হাতি স্পিনার জেমি কেয়ার্নস এমন এক রেকর্ড গড়েন, যা ছেলেদের ও মেয়েদের কোনও পর্যায়ের আন্তর্জাতিক ক্রিকেট আর কারও দখলে নেই।
ত্রিনিদাদে ১৩তম স্থান নির্ণায়ক প্লে-অফ ম্যাচে উগান্ডার বিরুদ্ধে মাঠে নামে স্কটল্যান্ড। টস জিতে প্রথমে ব্যাট করতে নামে উগান্ডা। তারা ৩৫.৪ ওভারে ২২৬ রানে অল-আউট হয়ে যায়। রোনাল্ড লুতায়া ৬৪, ক্যাপ্টেন পাসকাল মুরুঙ্গি ৪৯, রোনাল্ড ওপিও ৩৪ ও সাইরাস কাকুরু ৩১ রান করেন।
স্কটল্যান্ডের হয়ে ৬.৪ ওভার বল করে জেমি কেয়ার্নস ২টি মেডেন-সহ ২৪ রানের বিনিময়ে ৬টি উইকেট দখল করেন। চলতি যুব বিশ্বকাপের কোনও ম্যাচে এখনও পর্যন্ত এটিই সেরা বোলিং পারফর্ম্যান্স।
এক্ষেত্রে জেমি পিছনে ফেলে দেন পাকিস্তানের আওয়াইস আলিকে। পাক তারকা জিম্বাবোয়ের বিরুদ্ধে গ্রুপ ম্যাচে ৫৬ রানের বিনিময়ে ৬ উইকেট নিয়েছিলেন। এতদিন সেটিই ছিল চলতি টুর্নামেন্টের সেরা বোলিং।
জেমি ৬টি উইকেটের মধ্যে চারজন ব্যাটসম্যানকে কট অ্যান্ড বোল্ড আউট করেছেন। এক ম্যাচে নিজের বলেই ফিরতি ক্যাচ ধরার বিশ্বরেকর্ড গড়েন তিনি। ছেলে অথবা মেয়েদের জুনিয়র-সিনিয়র যে কোনও পর্যায়ের আন্তর্জাতিক ক্রিকেটে এক ম্যাচে ৪টি বা তারও বেশি নিজের বলেই ক্যাচ ধরার এমন নজির আর কারও নেই।
For all the latest Sports News Click Here