বিশ্বকাপে ক্যামেরুন, এবার মরক্কো! দ্বিতীয়বার আফ্রিকার দলের কাছে হার ব্রাজিলের
শুভব্রত মুখার্জি: কাতার বিশ্বকাপে ক্যামেরুনের পর এবার নজির গড়ল মরক্কো। অফ্রিকার দ্বিতীয় দল হিসেবে শক্তিধর ব্রাজিলকে হারিয়ে চমক দিল তারা। গত বছর কাতার বিশ্বকাপে আবুবকরের গোলে ক্যামেরুন প্রথম আফ্রিকান দল হিসেবে ব্রাজিলকে হারানোর নজির গড়েছিল তাঁরা। এবার সেই পথে হেঁটেই ব্রাজিলকে ২-১ ফলে হারিয়ে দিল আশরাফ হাকিমির দেশ মরক্কো। প্রসঙ্গত গত বিশ্বকাপে সেমিফাইনালে পৌঁছে সকলকে চমকে দিয়েছিল এই আফ্রিকান দেশটি। সেটা যে ফ্লুক ছিল না এদিন তা যেন ফের একবার প্রমাণ করে দিল মরক্কো। ব্রাজিলকে ২-১ গোলে হারালো তাঁরা।
ম্যাচে মরক্কোর ফুটবলার ইয়াসিন বোনোর ভুলে সমতা ফিরিয়েছিল ব্রাজিল। তখন ব্রাজিল সমর্থকদের মনে আশা জাগিয়েছিল বিশ্বকাপের ব্যর্থতা ঝেড়ে ফেলার। কিন্তু বাস্তবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের হারের স্বাদ দিল মরক্কো। নিজেদের ঘরের মাঠে এক প্রীতি ম্যাচে ভারতীয় সময় শনিবার রাতে ২-১ গোলে জয় পেল ওয়ালেদ রেগারাগির ছেলেরা। প্রথমার্ধে সোফিয়ান বুফাল মরক্কোকে এগিয়ে দেন। বিরতিতে যাওয়ার সময়েও ১-০ গোলে এগিয়ে ছিল মরক্কো। এরপর দ্বিতীয়ার্ধে সমতা ফেরান কাসেমিরো। বোনোর ভুলের খেসারত দিতে হয় মরক্কোকে। এরপর অনবদ্য দূরপাল্লার এক গতির শটে গোল করে দুই দলের মধ্যে পার্থক্য গড়ে দেন আব্দেল হামিদ সাবিরি। ফলে বিশ্বকাপ ব্যর্থতার পরে ব্রাজিলের অন্তর্বর্তীকালীন কোচ হামোন মেনেজেসের প্রথম ম্যাচেই হারের মুখোমুখি হতে হল ব্রাজিলকে।
প্রসঙ্গত কাতার বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালেই ক্রোয়েশিয়ার কাছে হেরে ছিটকে গিয়েছিল তাঁরা। তারপর প্রথমবার আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমেছিল তাঁরা। এই ম্যাচে অবশ্য চোটের কারণে বাইরে থাকতে হল নেইমারকে। ম্যাচের ২৬তম মিনিটে গোল করেন ভিনিসিয়াস জুনিয়র। তবে অফসাইডে থাকায় বাতিল হয় গোল। তিন মিনিট পর অবশ্য লিড নেয় মরক্কো। জিয়াসের পাস থেকে এমেরসন রয়েল বল ক্লিয়ার করতে অহেতুক দেরি করলে সমস্যায় পড়ে যায় সফরকারীরা। বিলাল এল খাননুসের কাছ থেকে বল পেয়ে মাথা ঠান্ডা মাথায় মরক্কোকে লিড এনে দেন বুফাল।
৩৬তম মিনিটে সমতা ফেরানোর দারুণ সুযোগ হাতছাড়া করেন রড্রিগো। প্রথমার্ধে বল দখলে অনেকটাই এগিয়ে ছিল ব্রাজিল। দ্বিতীয়ার্ধের ৬৭তম মিনিটে কাসেমিরোর গোলে সমতা ফেরায় ব্রাজিল। মরক্কো গোলরক্ষক বোনো, কাসেমিরোর ডি বক্সের বাইরে থেকে নেওয়া শট ঝাঁপিয়ে ঠেকানোর চেষ্টা করেন। এই সময়ে তাঁর শরীরের নিচ দিয়ে বল গোলে চলে যায়! ৭৯তম মিনিটে ফের এগিয়ে যায় মরক্কো। ওয়ালিদ ছেদদিরা পাস থেকে দুরন্ত গতির হাফ ভলিতে গোল করেন সাবিরি।
For all the latest Sports News Click Here