বিশ্বকাপে ইডেনে দু’টি ম্যাচ পাকিস্তানের, বাংলাদেশের বিরুদ্ধে কবে খেলবেন বাবররা?
বিশ্বকাপ খেলতে শেষ পর্যন্ত বাবররা ভারতে আসবেন কি না, সেই নিয়ে চূড়ান্ত কিছু জানা যায়নি। তবে সূত্র মারফত জানা গিয়েছে, ফাঁকা আওয়াজ দিলেও ভারতে বিশ্বকাপ খেলতে দল পাঠাবে পিসিবি। এই আবহে পাকিস্তানের বিশ্বকাপ সূচির খসড়া তৈরি হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে। এই পরিস্থিতিতে সবারই নজর ভারত-পাক ম্যাচের স্থান-কালের ওপর। এদিকে খসড়া অনুযায়ী, পাকিস্তান সব মিলিয়ে পাঁচটি মাঠেই নিজেদের বিশ্বকাপের সব ম্যাচ খেলবে। এর মধ্যে কলকাতার ইডেন গার্ডেন্স, চেন্নাই, বেঙ্গালুরু এবং হায়দরাবাদে দু’টি করে ম্যাচ খেলবে পাকিস্তান। গ্রুপ পর্যায়ে তারা একটি ম্যাচ খেলতে পারে সেই আহমেদাবাদে।
এর আগে পাকিস্তানের ক্রিকেট বোর্ডের তরফে আইসিসি-কে জানিয়ে দেওয়া হয়েছিল যে বিশ্বকাপ ফাইনাল ছাড়া তারা কোনও ম্যাচই আহমেদাবাদেন নরেন্দ্র মোদী স্টেডিয়ামে খেলবে না। এমনকী সেই মাঠে পাকিস্তানের ম্যাচ পড়লে তা বয়কটের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। তা সত্ত্বেও খসড়ায় ভারত-পাক ম্যাচের স্থান হিসেবে আহমেদাবাদকেই বেছে নেওয়া হয়েছে। জানা গিয়েছে, পাকিস্তান নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করবে ৬ অক্টোবর। হায়দরাবাদে কোয়ালিফায়ার ১-এর বিরুদ্ধে সেদিন ম্যাচ খেলতে নামবে পাকিস্তান। এরপর হায়দরাবাদেই নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে পাকিস্তান। সেই ম্যাচটি হবে ১২ অক্টোবর। প্রতিপক্ষ হবে কোয়ালিফায়ার ২।
এরপর ১৫ অক্টোবর ভারত-পাক মহারণ হতে চলেছে আহমেদাবাদ। এরপর অস্ট্রেলিয়ার মুখোমুখি হতে বেঙ্গালুরু যেতে পারে পাকিস্তান। সেই ম্যাচটি ২০ অক্টোবর হওয়ার কথা। এরপর পরপর দু’টি ম্যাচ চেন্নাইতে খেলার কথা পাকিস্তানের। ২৩ অক্টোবর এমএ চিদাম্বরম স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে মাঠে নামবেন বাবররা। পরে ২৭ অক্টোবর সেই চেন্নাইতেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলবে পাকিস্তান। এরপর ৩১ অক্টোবর বাংলাদেশের বিরুদ্ধে ইডেন গার্ডেন্সে খেলতে আসবে পাকিস্তান। এরপর ফের বেঙ্গালুরুতে যাবেন বাবররা। সেখানে ৫ নভেম্বর নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলবেন তারা। এরপর গ্রুপ পর্যায়ের শেষ ম্যাচ খেলতে ফের কলকাতায় আসবে পাকিস্তান। সেদিন ইংল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামবেন বাবররা।
For all the latest Sports News Click Here