বিশ্বকাপের হার নিয়ে ভারতীয় দলের সমালোচনা করেছিলেন ভন, মোক্ষম জবাব দিলেন পান্ডিয়া
টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে হেরে ছিটকে যাওয়ার পরে ভারতীয় দলের কড়া সমালোচনা করেছিলেন মাইকেল ভন। প্রাক্তন ব্রিটিশ তারকা The Daily Telegraph-এর কলামে টিম ইন্ডিয়াকে সাদা বলের ক্রিকেটের ইতিহাসে সব থেকে ‘আন্ডারপারফর্মিং’ দল হিসেবে চিহ্নিত করেন। আসেল যে মানসিকতা নিয়ে টি-২০ ক্রিকেট খেলে ভারত, তা পছন্দ নয় ভনের।
যদিও মাইকেল ভনের এমন সমালোচনাকে বিশেষ পাত্তা দিতে চাইলেন না হার্দিক পান্ডিয়া। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজ শুরুর আগে ভারতকে নেতৃত্ব দিতে চলা হার্দিক স্পষ্ট জানিয়ে দিলেন যে, আন্তর্জাতিক পর্যায়ে খেলতে নেমে তাঁদের কাউকে কিছু প্রমাণ করার দরকার নেই। যদিও সমালোচনাকে খোলা মনে গ্রহণ করেন হার্দিক এবং জানান যে, লোকের নিজস্ব মতামত প্রকাশ করার অধিকার আছে।
আরও পড়ুন:- ‘ডেভিড ওয়ার্নার একজন দাঙ্গাবাজ গুণ্ডা’, হঠাৎ কীসের ক্ষোভ উগড়ে দিলেন ডু’প্লেসি?
নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম টি-২০ ম্যাচের প্রস্তুতির ফাঁকে হার্দিক বলেন, ‘আমরা যখন ভালো ফলাফল করি না, লোকে স্বাভাবিকভাবেই নিজেদের মতামত জানায়। আমরা সেটাকে সম্মান জানাই। আমি বুঝি যে, লোকের ভিন্ন ভিন্ন দষ্টিভঙ্গি থাকে। তবে আন্তর্জাতিক পর্যায়ে বিচরণ করে আমি মনে করি না আমাদের কাউকে কিছু প্রমাণ করার প্রয়োজন রয়েছে বলে। এটা একটা খেলা, আপনি আরও ভালো করার চেষ্টা করেন। আমাদেরও কিছু বিষয়ে আরও প্ররিশ্রম করতে হবে। আমরা ভুলগুলি শুধরে নেওয়ার চেষ্টা করব।’
আরও পড়ুন:- IPL 2023: ছোট্ট টুইটে তিক্ততা ঝেড়ে ফেললেন জাদেজা, CSK তাঁকে ধরে রাখার পরে কী লিখলেন তারকা অল-রাউন্ডার?
পান্ডিয়া পরক্ষণে বলেন, ‘বিশ্বকাপের ব্যর্থতায় হতাশা রয়েছে। তবে সেটা সামলে নিতে হবে, ঠিক যেভাবে আমরা নিজেদের সাফল্যের উচ্ছ্বাস সামলে নিই। ভুল শুধরে নিয়ে নিজেদের আরও পরিণত করার চেষ্টা করতে হবে আমাদের।’
For all the latest Sports News Click Here