বিশ্বকাপের মাঝেই দুঃসংবাদ! প্যালিয়েটিভ কেয়ারে জীবনের সঙ্গে লড়াই করছেন পেলে
২০২২ কাতার ফিফা বিশ্বকাপের মধ্যেই ব্রাজিল থেকে আসছে এক দুঃসংবাদ। অসুস্থ কিংবদন্তি ফুটবলার পেলে। শোনা যাচ্ছে কাজ করা বন্ধ করেছে মহান ফুটবলারের অঙ্গ-প্রত্যঙ্গ। ২০২২ কাতার ফিফা বিশ্বকাপের উত্তেজনা ফুটবলপ্রেমীদের মধ্যে দেখা যাচ্ছে। ৩ ডিসেম্বর অর্থাৎ শনিবার থেকেই শুরু হচ্ছে বিশ্বকাপের রাউন্ড ১৬। তবে নকআউট পর্ব শুরুর আগেই কাতারে অনুষ্ঠিত হতে যাওয়া এই চ্যাম্পিয়নশিপের মাঝেই ব্রাজিল থেকে আসছে এক দুঃসংবাদ। এই খবর ব্রাজিলসহ ফুটবলের সকল ভক্তদের মন খারাপ করে দিয়েছে। কিংবদন্তি ফুটবলার পেলে বর্তমানে হাসপাতালে ভর্তি। চিকিৎসকদের মতে, তার শরীরের অঙ্গ-প্রত্যঙ্গ সাড়া দেওয়া বন্ধ করে দিয়েছে।
চিকিৎসকেরা বলেছেন, বর্তমানে কিংবদন্তি ফুটবলার পেলের উপরে কেমোথেরাপিও কোন প্রভাব ফেলছে না। ফলে তাঁকে এখন প্যালিয়েটিভ কেয়ারে স্থানান্তরিত করা হয়েছে। একে জীবনের পরিচর্যার শেষও বলা হয়। যাদের অবস্থা খুবই খারাপ শুধুমাত্র তাদেরকেই এই ইউনিটে রাখা হয়।
আরও পড়ুন… BAN vs IND: বাংলাদেশ এখন অনেক উন্নতি করেছে, লড়াই সহজ হবে না- সাফ দাবি রোহিতের
গত সপ্তাহে, পেলে তার অনুরাগীদের আশ্বস্ত করতে নিজের ইনস্টাগ্রামে একটি পোস্ট শেয়ার করেছেন যে তিনি মাসিক চেকআপের জন্য হাসপাতালে এসেছেন। এটি লিখে তিনি তার ভক্তদের উদ্বেগ কমাতে চেয়েছিলেন। ব্রাজিলের গ্রেট প্লেয়ার পেলের দ্রুত সুস্থতার জন্য কাতারে অনুষ্ঠিত ফিফা কাপ চলাকালীন তার ভক্তরা একটি বিশাল পতাকা নেড়েছিলেন যাতে লেখা ছিল, পেলে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন। এ বিষয়ে পেলে ধন্যবাদ জানিয়ে লিখেছেন, ‘এ ধরনের ইতিবাচক বার্তা পেয়ে ভালো লাগছে। এই স্নেহের জন্য কাতারকে ধন্যবাদ।’
অ্যালবার্ট আইনস্টাইন হাসপাতালও একটি বিবৃতি জারি করে নিশ্চিত করেছেন যে পেলের একটি শ্বাসযন্ত্রের সংক্রমণ ছিল যার জন্য অ্যান্টিবায়োটিক প্রয়োজন। তিনি জানান, তার অবস্থা স্থিতিশীল এবং তাকে অ্যান্টিবায়োটিক দিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। পেলের মেয়ে কেলি নাসিমেন্টো মঙ্গলবার জোর দিয়েছিলেন যে তার বাবার হাসপাতালে ভর্তি হওয়া নিয়মিত ছিল। ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, ‘আমার বাবার স্বাস্থ্য নিয়ে মিডিয়ায় অনেক লেখালেখি হয়েছে। তিনি হাসপাতালে ওষুধ নিচ্ছেন। কোন জরুরী বা ভয়াবহ পরিস্থিতি নেই। আমি নতুন বছরে আসব এবং কিছু ছবি পোস্ট করব।’
আরও পড়ুন… বাংলাদেশের সমর্থকরা কি টিম ইন্ডিয়াকে চাপে ফেলতে পারবে! কী বললেন রোহিত শর্মা?
ফলহা দে সাও পাওলো শনিবার জানিয়েছেন যে ক্যান্সারের চিকিৎসার জন্য পেলের কেমোথেরাপি আর কাজ করছে না। প্রাণঘাতী রোগ নিয়ে ওয়ার্ডে ভর্তি হওয়ায় এখন তার বড় কোনো পরীক্ষা হবে না। পেলের দেখাশোনার জন্য তার স্ত্রী মার্সিয়া আওকি তার সাথে থাকেন। শনিবারের দুঃখজনক খবরের প্রতিক্রিয়ায়, ফরাসি সুপারস্টার কিলিয়ান এমবাপ্পে টুইটারে লিখেছেন, ‘রাজার জন্য প্রার্থনা করুন।’
For all the latest Sports News Click Here