বিশ্বকাপের প্ল্যানিং তৈরি? অকারণে অনেক লোকসান হতে পারে! বোঝা যাবে ৩-৪ দিন পরই
বিশ্বকাপের সূচিতে পরিবর্তনের জন্য আইসিসিকে আর্জি জানিয়েছে তিনটি পূর্ণ সদস্যের দেশ। এমনই জানালেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিব জয় শাহ। কোন কোন দেশ সেই আর্জি জানিয়েছে, তা অবশ্য জানাতে চাননি বিসিসিআইয়ের সচিব। সেই তালিকায় পাকিস্তানের নাম আছে কিনা, তাও জানাননি। তিনি শুধু জানিয়েছেন, সূচি পরিবর্তনের বিষয়ে আগামী তিন-চারদিনের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। কেবলমাত্র ম্যাচের তারিখ এবং সময় পালটানো হতে পারে। যে শহরে বা যে মাঠে খেলা হওয়ার কথা আছে, সেটা পরিবর্তন করা হবে না। অর্থাৎ একাধিক মহলের অনুযায়ী ভারত-পাকিস্তান ম্যাচের স্রেফ সূচি পালটানো হবে। সূচি যাই হোক না কেন, আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামেই ম্যাচ হবে বলে বুঝিয়ে দিয়েছেন বিসিসিআইয়ের সচিব।
আরও পড়ুন: Bumrah’s return to Indian team: যেখানে আঙুল ভেঙেছিল, সেই দেশেই চোট সারিয়ে ১১ মাস পরে ভারতীয় দলে ফিরছেন বুমরাহ
বিশ্বকাপের ম্যাচ আয়োজনকারী সংস্থাগুলির (রাজ্য সংস্থা) সঙ্গে বৈঠকের পর বৃহস্পতিবার ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব বলেন, ‘(একদিনের বিশ্বকাপের) সূচি পরিবর্তনের জন্য আইসিসিকে চিঠি লিখেছে তিনটি পূর্ণ সদস্যের দেশ। শুধুমাত্র দিন এবং সময় পরিবর্তন করা হবে। ভেন্যু পালটানো হবে না। যদি ম্যাচের মধ্যে ছয়দিনের ব্যবধান থাকে, সেটা কমিয়ে চার-পাঁচদিন করার চেষ্টা করছি।’ সঙ্গে তিনি বলেন, ‘তিন-চারদিনের মধ্যে পুরো ছবিটা স্পষ্ট হয়ে যাবে। যা পরিবর্তন করা হবে, তা আইসিসির সঙ্গে আলোচনার ভিত্তিতে করা হবে।’
আরও পড়ুন: IND vs WI 1st ODI Live Updates: রোহিত নন, শুভমন গিলের সঙ্গে ওপেন করতে নামলেন ইশান কিষান
তবে কোন কোন দেশ সেই আর্জি জানিয়েছে, তা খোলসা করেননি বিসিসিআই সচিব। আগামী ১৫ অক্টোবর ভারত-পাকিস্তান ম্যাচের সূচি পালটানো হবে কিনা, তাও স্পষ্ট করেননি। সরাসরি ভারত-পাকিস্তান ম্যাচের নাম না করে ভারতীয় বোর্ডের সচিব বলেন, ‘আমি আগেও বলেছি যে আইসিসিকে চিঠি লিখেছে কয়েকটি সদস্য দেশ। শীঘ্রই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’
গত মাসেই একদিনের ক্রিকেট বিশ্বকাপের (৫০ ওভারের বিশ্বকাপ) সূচি প্রকাশিত হয়েছে। সেইমতো সমর্থকরা নিজেদের মতো পরিকল্পনা করে ফেলেছেন। কোন কোন ম্যাচ দেখবেন, তা ঠিক করে নিয়েছেন সমর্থকরা। অনেকে হোটেল, থাকা-খাওয়া, যাতায়াতের টিকিটও কেটে ফেলেছেন। সেই পরিস্থিতিতে কোনও ম্যাচের সূচি পালটে (বিশেষত ভারতের) গেলে তাঁদের প্রচুর ক্ষতি হবে। তবে পুরো বিষয়টি নিয়ে প্রশ্নও উঠতে শুরু করেছে। সংশ্লিষ্ট মহলের বক্তব্য, একেই বিশ্বকাপের মাত্র ১০০ দিন আগে বিশ্বকাপের সূচি ঘোষণা করা হয়েছে। সূচি ঘোষণার আগে কি এই বিষয়গুলি বিবেচনা করা হয়নি?
For all the latest Sports News Click Here