বিশ্বকাপের দল ঠিক করতে টুর্নামেন্ট, তাতেই নেই DRS, প্রশ্নের মুখে ICC
শুভব্রত মুখার্জি: ২০২৩ সালের অক্টোবর-নভেম্বর মাসেই ভারতে বসতে চলেছে ওয়ানডে বিশ্বকাপের আসর। সেই আসরে মূলপর্বে এখনও জায়গা পাবে দুটি দেশ। আর কোন দুটি দেশ সেই জায়গা ছিনিয়ে নেবে তা নির্ধারিত হবে কোয়ালিফায়ারে। যা আয়োজন করা হবে জিম্বাবোয়েতে। আগামী জুন-জুলাই মাসে বসবে এই কোয়ালিফায়ারের আসর। তবে সেই আসরেই থাকছে না ডিআরএস। অর্থাৎ বিশ্বকাপ কোয়ালিফায়ারের মতন গুরুত্বপূর্ণ আসরে যদি আম্পায়ার কোনও ভুল সিদ্ধান্ত দেন তাহলেও তা রিভিউ করার সুযোগ থাকছে না ক্রিকেটারদের কাছে। যে কোনও ম্যাচের রং বদলে দিতে পারে আম্পায়ারের ভুল সিদ্ধান্ত। সেখানে ডিআরএস পদ্ধতি না থাকাটা অত্যন্ত দুঃখজনক।
তবে ডিআরএস না থাকলেও এবারে রান আউটের সিদ্ধান্ত তদারকি করার জন্য থাকবেন তৃতীয় আম্পায়ার। প্রসঙ্গত গতবারের বিশ্বকাপের কোয়ালিফায়ারের আসরও ২০১৮ সালে বসেছিল জিম্বাবোয়েতে। ২০১৯ বিশ্বকাপের কোয়ালিফায়ার জিম্বাবোয়েতে অনুষ্ঠিত হয়েছিল ২০১৮-র মার্চে। সেবারেও ছিল না ডিআরএস। তবে সেবারের থেকে এবারে যে বদলটা এসেছে তা হল রান আউটের বিষয়টি তদারকি করবেন তৃতীয় আম্পায়ার। ২০১৮ সালে ৩৪টি ম্যাচের মধ্যে মাত্র ১০টি ম্যাচে ছিলেন তৃতীয় আম্পায়ার। ওই ১০টি ম্যাচ টেলিভিশনে সম্প্রচারিত হয়েছিল।
২০২৩ সালে প্রতি ম্যাচেই থাকছেন তৃতীয় আম্পায়ার। তবে আল্ট্রাএজ বা বল ট্র্যাকিংয়ের সুবিধা কিছুই থাকছে না। ২০১৯ সালে কোয়ালিফায়ার থেকে ওয়েস্ট ইন্ডিজ এবং আফগানিস্তান, ইংল্যান্ডে মূলপর্বে খেলার সুযোগ পেয়েছিল। তবে সেবারও বিতর্ক কম হয়নি। সেবার ওয়েস্ট ইন্ডিজ মাত্র পাঁচ রানে স্কটল্যান্ডকে হারিয়ে মূলপর্বের টিকিট নিশ্চিত করেছিল। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৩২.৫ ওভারে স্কটল্যান্ডকে জিততে হলে করতে হত ১৩১ রান। একটা সময়ে তাদের স্কোর ছিল ৪ উইকেটে ১০৫ রান। সেই সময়ে অ্যাসলে নার্সে বলে এলবিডব্লিউ দেওয়া হয় রিচার্ড ব্যারিংটনকে। যদিও দেখে মনে হচ্ছিল বল লেগের বাইরে চলে যাবে। তবে ডিআরএস না থাকায় সিদ্ধান্ত রিভিউ করা সম্ভব হয়নি।
এ বছর জুন মাসের ১৮ তারিখ থেকে শুরু হবে এই বিশ্বকাপ কোয়ালিফায়ার। চলবে ৯ জুলাই পর্যন্ত। এবছর দশটি দেশকে নিয়ে হবে এই কোয়ালিফায়ারের খেলা। থাকছে নেদারল্যান্ডস, ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবোয়ে, শ্রীলঙ্কা এবং আয়ারল্যান্ড অথবা দক্ষিণ আফ্রিকার মধ্যে একটি দল। এছাড়াও থাকছে নেপাল, ওমান, স্কটল্যান্ড, আমেরিকা এবং সংযুক্ত আরব আমিরশাহি। কোয়ালিফায়ারের প্রথম দুটি দল মূলপর্বে খেলার সুযোগ পাবে। এর পাশাপাশি আইসিসি জানিয়ে দিয়েছে ২০২৭ এবং ২০৩১ সালের বিশ্বকাপের মূলপর্বে দলের সংখ্যা বাড়িয়ে করা হবে ১৪।
For all the latest Sports News Click Here