বিশ্বকাপের ট্রফির সামনে মন্ত্রমুগ্ধ কিং খান! ধরলেন নাকি? রাতের চমক ICC-র
একে বলে রাতের চমক! কিছুর মধ্যে কিছু নেই, হঠাৎ বিশ্বকাপের সামনে জাওয়ান! এমন ভাবেই অনুরাগীদের চমকে দিলICC। কী হয়েছে এদিন? বুধবার রাত ঘনাতে না ঘনাতে হঠাৎICC-র সোশ্যাল মিডিয়া পেজে একটি ছবি পোস্ট করা হয়। সেখানে দেখা যায়, বিশ্বকাপের সামনে দাঁড়িয়ে আছেন কিং খান। ছবির ক্যাপশনে লেখা আছে, ‘এখানে প্রায় এসেই গেল’।
এই ছবি পোস্ট করার পরের মুহূর্ত থেকে এটি ভাইরাল হয়ে গিয়েছে। একদিকে যেমন শাহরুখ অনুরাগীরা আছেন, অন্য দিকে ক্রিকেট ভক্তরাও উৎফুল্ল হয়ে গিয়েছেন এর পরে। বিশ্বকাপ জ্বরের তাপমাত্রা যেন কেয়ক ডিগ্রি বেড়ে গিয়েছে।
চলতি বছরেই ক্রিকেট বিশ্বকাপ অনুষ্ঠিত হতে চলেছে। ৫ অক্টোবর থেকে ১৯ নভেম্বর পর্যন্ত চলবে বিশ্বকাপ। ভারতেই অনুষ্ঠিত হবে এবারের বিশ্বকাপ। ফলে এমনিতেই ভারতের ক্রিকেটপ্রেমীরা বিরাট উত্তেজিত। তার মধ্যে এমন একটি ছবি যেন পারদ আরও কয়েক পর্দা চড়িয়ে দিল।
মোট ১৮টি দেশে ঘুরবে বিশ্বকাপের ট্রফি। সেই সফরের মধ্যে একাধিকবার ভারতে ট্রফি ফিরে ফিরে আসবে। স্বাধীনতা দিবসে অর্থাৎ ১৫ অগস্টে ভারতেই থাকবে বিশ্বকাপের ট্রফি। তারপর ফের বিদেশে পাড়ি দেবে। আগামী ৪ সেপ্টেম্বর থেকে ভারতেই থাকবে বিশ্বকাপের ট্রফি। আর রোহিত শর্মা,বিরাট কোহলিরা যদি বিশ্বকাপে জিততে পারেন,তাহলে ২০২৭ সাল পর্যন্ত সেই ট্রফি ভারতেই থেকে যাবে।
(আরও পড়ুন: জাওয়ানে ‘টাকলু’ শাহরুখের ‘বেকারার করকে হামে’ নাচ সুপার হিট! এর কোরিওগ্রাফার কে)
তার আগে এই ছবি পোস্ট করেICCবোঝাতে চেয়েছে, বিশ্বকাপের ট্রফিটি ভারতে আসতে চলেছে। কিন্তু এর মধ্যেই অন্য স্বপ্ন দেখতে শুরু করেছেন ভারতের ক্রিকেট-প্রেমীরা। তাঁদের অনেকের বক্তব্য, ‘যেভাবে শাহরুখ খান কাপটির দিকে তাকিয়ে আছেন, তাতে মনে হচ্ছে, এবারে আর তিনি এটি বিদেশে যেতে দেবেন না।’ কেউ কেউ আবার মজা করে লিখেছেন, এই সব ছবি পোস্ট করার আগে একটু সতর্ক করা উচিত। রাতে এসব ছবি দেখে উত্তেজনা বহু গুণ বেড়ে যায়। আর ঘুম আসে না।
বর্তমানে আলোচনায় রয়েছেন কিং খান নিজেও। সেটি তাঁর ছবি ‘জাওয়ান’-এর কারণে। ছবিটির প্রিভিউ মুক্তি পেয়েছে। নেখানে শাহরুখের নতুন লুক দেখে অনেকেই ‘অজ্ঞান’! তার মধ্যে এল এমন ছবি। সব মিলিয়ে উত্তেজনা সপ্তমে। আর মাত্র কয়েক মাসের অপেক্ষা।
For all the latest entertainment News Click Here