বিশ্বকাপের আগে রোহিত, দ্রাবিড়দের কড়া প্রশ্ন করতে নয়া লোক খুঁজছে BCCI- রিপোর্ট
শুভব্রত মুখার্জি: চার মাস হয়ে গেল এখনও বিসিসিআইয়ের প্রধান নির্বাচকের পদটি খালিই পড়ে রয়েছে। প্রাক্তন ক্রিকেটার তথা প্রাক্তন নির্বাচক প্রধান চেতন শর্মা নিজের পদ থেকে ইস্তফা দেওয়ার পর থেকেই খালি পড়ে রয়েছে এই পদটি। ফলে নানা ইস্যুতে সমস্যায় পড়তে হচ্ছে বিসিসিআইকে। বিভিন্নরকম চ্যালেঞ্জ মোকাবিলা করা কঠিন হচ্ছে। সামনেই ঘরের মাটিতে রয়েছে একদিনের বিশ্বকাপ। ফলে সমস্যা আরও বেড়েছে বিসিসিআইয়ের কর্তাদের। ভারতীয় বোর্ড সূত্রে খবর, প্রধান নির্বাচক যদি এখনই নির্বাচন করা সম্ভব নাও হয়, তবে জরুরি ভিত্তিতে এমন একজনকে দরকার যে সিনিয়র টিমের ম্যানেজমেন্টকে তাঁদের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন করতে পারবে। বিশেষ করে ডব্লুটিসির ফাইনালে হারের পরে যখন ভারতীয় সিনিয়র ক্রিকেট দলের কয়েকজন ক্রিকেটারের পারফরম্যান্স, এমনকী দল নির্বাচন নিয়েও প্রশ্ন উঠে গিয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক বিসিসিআই কর্তা জানিয়েছেন, ওডিআই বিশ্বকাপের আগেই পূর্ণশক্তির নির্বাচক কমিটি গঠন করবে বিসিসিআই। বিসিসিআইয়ের কর্তাব্যক্তিদের মতে, গোটা দেশ থেকে প্রতিভাদের তুলে আনতে পাঁচজন নির্বাচকের খুব প্রয়োজন রয়েছে। এই মুহূর্তে নির্বাচক কমিটির যেসব মিটিং হচ্ছে, তা হচ্ছে অন্তর্বতীকালীন প্রধান নির্বাচক তথা প্রাক্তন ক্রিকেটার শিবসুন্দর দাসের সভাপতিত্বে। অজিদের বিরুদ্ধে ঘরের মাঠে একদিনের সিরিজের দল, বর্ডার-গাভাসকর ট্রফির দল এবং ডব্লুটিসি ফাইনালের দল বেছে নিয়েছে চার সদস্যের নির্বাচক কমিটি।
তবে এই নির্বাচক সংখ্যা পাঁচ থাকবে না চার না তিন, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। কারণ ১৯৯৮ সালেই বিসিসিআইয়ের কাছে সুপারিশ ছিল এই পাঁচ সদস্যের নির্বাচকমণ্ডলী কমিয়ে তিন সদস্যের করার। পরবর্তীতে লোধা কমিটিও এক সুপারিশ করে। যদিও তা মানা হয়নি বিসিসিআইয়ের তরফে। তবে ভারতীয় ক্রিকেটে শেষ ১৬ মাসে জাতীয় দলকে নির্বাচন করেছে চার সদস্যের নির্বাচকমণ্ডলী। নতুন প্রধান নির্বাচক দায়িত্ব নিলে শেষ সাড়ে তিন বছরে তিনি হবেন পঞ্চম নির্বাচক।
২০২০ সালের মার্চে এম এসকে প্রসাদের পরিবর্তের প্রধান নির্বাচকের দায়িত্ব নিয়েছিলেন সুনীল জোশী। নয় মাস দায়িত্বে থাকার পরে দায়িত্ব নেন চেতন শর্মা। এরপরেই দুটি ধাপে ভারতীয় দলের প্রধান নির্বাচকের দায়িত্ব সামলেছেন তিনি। বর্তমানে এই দায়িত্ব সামলাচ্ছেন শিবসুন্দর দাস। শীঘ্রই স্থায়ী প্রধান নির্বাচক পদের বিজ্ঞপ্তি দিতে চলেছে বিসিসিআই। ওডিআই বিশ্বকাপের পরে তিন ফর্ম্যাটেই হয়ত অধিনায়কত্ব করবেন না রোহিত শর্মা। সেক্ষেত্রে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের অধিনায়ক হিসেবে দেখা যেতে পারে হার্দিক পান্ডিয়াকে। এমন আবহেই দায়িত্ব নেবেন বিসিসিআইয়ের নয়া প্রধান নির্বাচক।ফলে তাঁর কাজটা যে একেবারেই সহজ হবে না, তা বলাই যায়।
For all the latest Sports News Click Here