বিশেষ কাজের আগে প্যান্টের বোতাম আটকাতে হিমশিম টাইগার! মন্তব্য মা আয়েশার
অনলাইনে বেশ ভাইরাল টাইগার শ্রফের একটি ভিডিয়ো। এমনিতে টাইগারের হট বডি-তে হুশ খোয়ান অনুরাগীরা। মহিলা ভক্ত অগুণতি। আর এই ভিডিয়ো দেখে তো হাল আরও খারাপ।
টাইগার সামাজিক মাধ্যমে ফোটোশ্যুটের বিটিএস ভিডিয়ো শেয়ার করে লিখলেন, ‘এই সংগ্রাম সত্যিই ছিল’। দেখা যাচ্ছে প্যান্টের বোতাম আটকাতে বেশ হিমশিম খাচ্ছেন টাইগার। গ্রে জিন্সের সঙ্গে পরে আছেন সাদা রঙের ভেস্ট। ফোটোশ্যুটের জন্য পরপর কয়েকটি পোজও দিচ্ছেন। হাতে রয়েছে সানগ্লাস।
টাইগারের এই ভিডিয়ো দেখে কমেন্টে প্রায় ঝাঁপিয়ে পড়লেন অনুরাগীরা। একজন লিখলেন, ‘এটাই বাকি ছিল দেখা।’ আরেকজন লিখলেন, ‘তোমার মধ্যে বাবা জ্যাকির প্রতিচ্ছবি দেখতে পাই সবসময়।’ তৃতীয়জন লিখলেন, ‘ড্যাম হট’!
ছেলের ভিডিয়োতে মুখ খুললেন মা আয়েশা শ্রফও। দিলেন রেড হার্ট ইমোটিকন ও হার্ট ইন আই ইমোটিকন। আরও পড়ুন: ছুটির শনিবার আসতেই আয় বাড়ল আদিপুরুষের, ‘হিন্দু ভাবাবেগে আঘাত’ কি তাহলে ভুল!
১৯৮৭ সালে বিয়ে করেন জ্যাকি আর টাইগার শ্রফ। বড় সন্তান টাইগারের জন্ম ১৯৯০ সালে। আর মেয়ে কৃষ্ণা জন্মান ১৯৯৩ সালে। টাইগারের বলিউড ডেবিউ ২০১৪ সালে হিরোপন্তি দিয়ে। এরপর বাঘি, বাঘি ২, ফ্লাইং জাঠ, স্টুডেন্ট অফ দ্য ইয়ার ২, ওয়ার, বাঘি ৩-এর মতো সিনেমাতে কাজ করেছেন। আরও পড়ুন: রামায়ণ তো না, ‘যৌনতার সুড়সুড়ি’! আদিপুরুষ নিয়ে মামলা দায়ের কলকাতা হাইকোর্টে
টাইগারকে শেষ দেখা গিয়েছে হিরোপন্তি ২-তে নওয়াজউদ্দিন সিদ্দিকি ও তারা সুতারিয়ার সঙ্গে। মুক্তির অপেক্ষায় গনপত এবং বড়ে মিঞা ছোটে মিঞা।
অনেকেই জানেন না টাইগারের ছোটবেলায় নাম ছিল জয় হেমন্ত শ্রফ। তবে সেইসময় বাঘের মতো লোককে কামড়ে দেওয়ার স্বভাবের কারণে জ্যাকি ছেলের নাম বদলে রাখেন টাইগার। মার্শাল আর্টসে ট্রেনিং প্রাপ্ত টাইগার। তাঁর সিনেমারও বিশেষ আকর্ষণ হল মারপিট। অ্যাকশন ফিল্মে জ্যাকি-পুত্রের জুরি মেলা ভার।
প্রসঙ্গত, ‘বড়ে মিঞা ছোটে মিঞা’তে অমিতাভ বচ্চন এবং গোবিন্দার জুটি বাজিমাত করেছিল ১৯৯৮ সালে। তারই সিক্যুয়েল নিয়ে আসছেন অক্ষয় কুমার এবং টাইগার শ্রফ। ২০২৩ সালের ক্রিসমাসে মুক্তি পাওয়ার কথা ছিল ছবিটির। তবে শাহরুখ খানের ডানকি-র কারণে তা পিছিয়ে দেওয়া হয়। ‘বড়ে মিঞা ছোটে মিঞা’ ছবিটি পরিচালনা করছেন আলি আব্বাস জাফর। খুব সম্ভবত ২০২৪ সালেই মুক্তি পাবে ছবিখানা।
For all the latest entertainment News Click Here