বিশাল ছক্কা ছেলের, অপর প্রান্তে দেখলেন আজহারউদ্দিন, ধামাকা বাবা-ছেলের: ভিডিয়ো
আরবের মাঠে ঝড় তুললেন মহম্মদ আজহারউদ্দিন এবং তাঁর ছেলে আসদুদ্দিন। ফ্রেন্ডশিপ কাপে দু’জনের জুটিতে উঠল ৫৯ রান। যে ম্যাচে বলিউড কিংসকে দু’রানে হারিয়ে দিল ইন্ডিয়া লেজেন্ডস।
রবিবার শারজায় প্রথমে ব্যাটিং করেন আজহারউদ্দিনরা। ওপেন করতে নামেন আজহারউদ্দিনের ছেলে মহম্মদ আসদুদ্দিন। প্রথম ওভারেই আউট হয়ে যান আসদুদ্দিনের সঙ্গী ইমতিয়াজ আহমেদ। তারপর ক্রিজে আসেন আজহারউদ্দিন। ছেলের সঙ্গে দ্বিতীয় উইকেটে ৫৯ রান যোগ করেন। ২৪ বল ২২ রান করে আউট হয়ে যান আসদুদ্দিন। তবে দলকে এগিয়ে যেতে থাকেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক। শেষপর্যন্ত ২৮ বলে ৩১ রানে অপরাজিত থাকেন। তিনটি চার মারেন। শেষের দিকে সাত বলে ঝোড়ো ১৯ রানের ইনিংস খেলেন অজয় শর্মা। তার ফলে নির্ধারিত ১০ ওভারে দু’উইকেট হারিয়ে ৮৩ রান তোলে ইন্ডিয়া লেজেন্ডস।
সেই রান তাড়া করতে শুরুতেই ধাক্কা খায় বলিউড কিংস। থাকলেও পরপর উইকেট হারাতে থাকেন অভিষেক কাপুররা। যিনি ১৬ বলে অপরাজিত ৩৩ রানের ইনিংস খেলেন। কিন্তু সেই বিধ্বংসী ইনিংসেও কাজ হয়নি। নির্ধারিত ১০ ওভারে ৮১ রানের বেশি তুলতে পারেনি বলিউড কিংস।
তবে সেই ম্যাচ ছাপিয়ে ভাইরাল হয়ে গিয়েছে বাবা এবং ছেলের ব্যাটিং। ইনস্টাগ্রামে পোস্টের পর সেই ভিডিয়ো ইতিমধ্যে প্রচুর মানুষ দেখে ফেলেছেন। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, বিশাল বড় ছক্কা মারছেন আসদুদ্দিন। যা অপর প্রান্ত থেকে দেখছেন আজহারউদ্দিন। পরে আজহারের ব্যাটিংয়েরও সাক্ষী থাকেন দর্শকরা। তাতে মজেছেন ক্রিকেট ভক্তরা।
For all the latest Sports News Click Here