বিরাট তো কখনও চোট পায়নি! IPL নিয়ে প্রশ্ন উঠতে রোহিতকেও ছাড়লেন না BCCI কর্তা
চলতি বছরে একাধিক গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট রয়েছে ভারতের জন্য। প্রথমত, জুনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলবে ভারত এবং অস্ট্রেলিয়া। আবার চলতি বছরে অক্টোবর মাসে ভারতরে মাটিতে বসবে ওডিআই বিশ্বকাপের আসর। ফলে একই বছরে দুইটি গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট রয়েছে টিম ইন্ডিয়ার। এছাড়াও চলছে আইপিএল। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পর এশিয়া কাপ, সহ একাধিক টুর্নামেন্ট রয়েছে ভারতের। তার মধ্যেই ক্রিকেটারদের চোটের জন্য ছিটকে যাওয়া। সব মিলিয়ে বেশ চাপেই রয়েছে বিসিসিআই।
এত টুর্নামেন্ট থাকায় ক্রিকেটারদের ওয়ার্কলোডও চিন্তার রাখছে বোর্ডকে। যেভাবে ক্রিকেটাররা ম্যাচ চলাকালীন চোট পেয়ে ছিটকে যাচ্ছেন, তাতে চিন্তায় পড়ে যাওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আইপিএল শুরুর আগে ভারত অধিনায়ক রোহিত শর্মা ও প্রাক্তন কোচ রবি শাস্ত্রী এই বিষয়ে প্রশ্ন তোলেন। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে আইপিএলের চেয়ারম্যান অরুণ ধুমাল বিরাট কোহলিদের উদাহরণ দিয়ে বিষয়টিকে এড়িয়ে গিয়েছেন।
আইপিএল শুরুর আগে এক সাংবাদিক সম্মেলনে ভারত ও মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা বলেন, ‘এখন সবকিছু নির্ভর করছে ফ্র্যাঞ্চাইজি উপরে। ওরা আমাদের কিনেছে। ভারতীয় দলের পক্ষ থেকে আমরা কিছু নির্দেশিকাও দেওয়া হয়েছে। তবে দিনের শেষে পুরোটাই রয়েছে ফ্র্যাঞ্চাইজিদের হাতে।’
ভারতীয় দলের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী এই বিষয়ে মুখ খুলেছেন। তিনি বলেছেন, ‘যে সকল ক্রিকেটারদের ভারতীয় বোর্ডের প্রয়োজন তাদের পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম দিতে হবে। তার মধ্যে যদি আইপিএল চলে আসে সেখানেও একই পদ্ধতি অনুসরণ করতে হবে। আইপিএলের ফ্র্যাঞ্চাইজিদের বলতে হবে এই সকল ক্রিকেটারদের আমার প্রয়োজন। দেশের স্বার্থে ক্রিকেটাররা সেই সব নির্দিষ্ট ম্যাচগুলি খেলবে না।’
সম্প্রতি এক সাক্ষাৎকারে আইপিএলের চেয়ারম্যান বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজা, মহম্মদ শামির উদাহরণ দিয়ে বলেন, ‘আমাদের দেশে যখন কোনও ব্যক্তি বা কোম্পানি অর্থ উপার্জন করে তখন সেটা সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। তাকে সন্দেহের চোখে দেখা হয়। বিরাট কোহলি এত বছর ধরে আইপিএল খেলছেন একবারও চোটের মুখোমুখি হননি। রবীন্দ্র জাদেজা ও মহাম্মদ শামিরাও কখনও আইপিএলে চোট পায়নি।’
সম্প্রতি ভারত ও অস্ট্রেলিয়ার সিরিজের সময় শ্রেয়সের চোটের বিষয় তুলে ধরে তিনি বলেন, ‘শ্রেয়স আইয়ার চোটের কবলে পড়েছে, কিন্তু আইপিএলের কারণে নয়। শুধু আইপিএলের মাধ্যমে অর্থ উপার্জন করার কারণে, আমরা যে কোনও কিছুর জন্য আইপিএলকে দোষারোপ করতে শুরু করি। চোট আঘাত খেলার একটা অংশ।’
For all the latest Sports News Click Here