বিরাটের সেঞ্চুরিতে খুলে গিয়েছে তৃতীয় ওপেনারের জায়গা, মন্তব্য রবি শাস্ত্রীর
শুভব্রত মুখার্জি: বছর শেষেই অস্ট্রেলিয়াতে বসছে টি-২০ বিশ্বকাপের আসর। সবকিছু প্ল্যানমাফিক চললে বিশ্বকাপে ভারতের হয়ে ইনিংস ওপেন করবেন কেএল রাহুল এবং রোহিত শর্মা। তবে বৃহস্পতিবার হঠাৎ করেই ভারতীয় হেড কোচ রাহুল দ্রাবিড়ের সামনে খুলে গিয়েছে আরও একটি অপশন। আফগানিস্তানের বিরুদ্ধে এশিয়া কাপের ম্যাচে ওপেনার হিসেবে ব্যাট করে অনবদ্য অপরাজিত শতরান করেছেন। ১২২ রানের তার অপরাজিত ইনিংসের পরিপ্রেক্ষিতে এক ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন প্রাক্তন ভারতীয় হেড কোচ রবি শাস্ত্রী। তার মতে বিরাটের এই ইনিংস দ্রাবিড়ের সামনে তৃতীয় ওপেনারের অপশন খুলে দিয়েছে।
স্টার স্পোর্টসের হয়ে ধারাভাষ্যকার হিসেবে কাজ করার সময় রবি শাস্ত্রী জানিয়েছেন ‘আমি মনে করি আজকে (আফগানিস্তান ম্যাচে) বিরাটের ইনিংস যেটা করেছে তা হল কাজের মধ্যে আলাদা চিন্তা ভাবনার জায়গা তৈরি করেছে। নির্বাচকরা এই মুহূর্তে ভাবনা চিন্তা করার ছাড়পত্র পেয়েছে। তাদের নিজেদের কাছে প্রশ্ন আমরা কি তৃতীয় ওপেনার চাই?’
তিনি আরও বলেন ‘বিরাট কোহলি যখন রয়েছে, তখন পাশাপাশি দলে কেএল রাহুল এবং রোহিত শর্মার কারও যদি কোনও চোট আঘাত লাগে তখন তৃতীয় ওপেনার হিসেবে খেলতে পারেন বিরাট। এটা তোমাকে আরও একজন অতিরিক্ত পেসার খেলাতে সহায়তা করে। এছাড়াও দলে একজন অতিরিক্ত মিডল অর্ডার ব্যাটার খেলাতেও সাহায্য। ফলে অনেক বেশি সুযোগ সুবিধা সামনে খুলে যায়।’
For all the latest Sports News Click Here