বিরাটের রুমে ঢুকে ভিডিয়ো, চাকরি গেল কর্মীর, নিঃশর্ত ক্ষমা চাইল পার্থের হোটেল
বিনা অনুমতিতে বিরাট কোহলির ঘরে ঢুকে ভিডিয়ো করায় এক কর্মীকে বরখাস্ত করল পার্থের হোটেল। সেইসঙ্গে পার্থের হোটেলের তরফে বিরাটের কাছে ক্ষমা চাওয়া হয়েছে। দক্ষিণ আফ্রিকার ম্যাচের জন্য ওই হোটেলে থাকছিল ভারতীয় দল।
একটি বিবৃতিতে হোটেল ক্রাউন পার্থের তরফে বলা হয়েছে, ‘আমরা আন্তরিকভাবে অতিথির (বিরাট) কাছে ক্ষমা প্রার্থনা করছি এবং ভবিষ্যতে যাতে এই ঘটনা না ঘটে সেজন্য পর্যাপ্ত পদক্ষেপ করতে থাকব আমরা।’ সেইসঙ্গে ওই হোটেল কর্তৃপক্ষের তরফে দাবি করা হয়েছে, যে ব্যক্তি বিরাটের রুমের ভিডিয়ো করেছিলেন, তাঁকে বরখাস্ত করা হয়েছে। তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে হোটেলের যাবতীয় অ্যাকাউন্ট থেকে।
সোমবার সকালে ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো পোস্ট করে বিরাট অভিযোগ করেন, বিনা অনুমতিতে কেউ তাঁর হোটেলের রুমে ঢুকে ভিডিয়ো বানিয়ে ছড়িয়ে দিয়েছেন। তা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন। বিরাট বলেন, ‘আমি জানি যে নিজেদের প্রিয় খেলোয়াড়দের দেখে অত্যন্ত উত্তেজিত হয়ে পড়েন সমর্থকরা এবং প্রিয় খেলোয়াড়দের সঙ্গে দেখা করতে মুখিয়ে থাকেন। যে বিষয়ে আমি সবসময় বাহবা দিয়ে এসেছি।’
ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক আরও বলেন, ‘কিন্তু এই ভিডিয়োয় আমি হতবাক এবং এই ভিডিয়োর জেরে নিজের গোপনীয়তা আমি আতঙ্কিত হয়ে পড়েছি। হোটেলে নিজের রুমের মধ্যে যদি গোপনীয়তা বজায় না থাকে, তাহলে কোথায় সেটা থাকবে বলে আমি আশা করতে পারি? আমি একেবারেই এই ধরণের খেলোয়াড় প্রীতি পছন্দ করি না। এই ঘটনায় পুরোপুরি ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘিত হয়েছে। দয়া করে মানুষের গোপনীয়তার প্রতি সম্মান প্রদর্শন করুন এবং সেটাকে বিনোদনের জন্য কোনও পণ্য হিসেবে বিবেচনা করবেন না।’
আরও পড়ুন: ICC T20 World Cup 2022: কোহলির হোটেল রুমের ভিডিয়ো ফাঁস- দেখে রেগে আগুন বিরাট
বিষয়টি নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন বিরাটের স্ত্রী অনুষ্কা শর্মাও। তিনি বলেন, ‘অতীতে এরকম কয়েকটি ঘটনার মুখে পড়েছি, যেখানে ভক্তরা কোনওরকম সহমর্মিতা এবং রুচিবোধের দেখাননি। কিন্তু এটা সবথেকে নিকৃষ্ট ঘটনা।’ অনুষ্কা প্রশ্ন তোলেন, ‘ভাবুন তো, এটা যদি আপনার বেডরুমে ঘটত, তাহলে চুপ থাকতেন?’
আরও পড়ুন: Virat-Anushka: ‘এটা আপনার বেডরুমে ঘটলে?’ ফাঁস বিরাটের হোটেল রুমের ভিডিয়ো, খচে বোম অনুষ্কা!
সেই বিতর্কের মধ্যেই হোটেল কর্তৃপক্ষের তরফে বলা হয়েছে, ‘একটি তৃতীয় পক্ষের সঙ্গে তদন্ত চালাচ্ছে ক্রাউন। এরকম ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে, সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে। আমরা ভারতীয় ক্রিকেট দল ও আইসিসির সঙ্গে সমন্বয় বজায় রেখে চলেছি এবং ক্ষমা প্রার্থনা করেছি।’ সেইসঙ্গে তদন্তে কী উঠে আসে, সে বিষয়েও আইসিসি ও ভারতীয় দলকে জানানো হলে বলে আশ্বাস দিয়েছে হোটেল কর্তৃপক্ষ।
For all the latest Sports News Click Here