‘বিরাটের ব্যাট থেকে হাফ সেঞ্চুরি দেখতে চাই’, ইচ্ছে দুবাইতে হাজির ‘লাইগার’ বিজয়ের
মরু শহর দুবাইতে চলছে ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচ। রবিবার ভারত এশিয়া কাপের সফর শুরু করছে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে। টসে জিতে এদিন বাবর-বাহিনীকে ব্যাট করতে পাঠিয়েছে টিম ইন্ডিয়া। শুরুটা ভালোই করেছে মেন ইন ব্লু।
বক্স অফিসে তেমন সাড়া ফেলতে ব্যর্থ অভিনেতা বিজয় দেবেরাকোন্ডার ‘লাইগার’। যদিও নিজের সদ্য মুক্তিপ্রাপ্ত ছবির প্রচারে দুবাইতে হাজির হয়েছেন দক্ষিণী তারকা। ম্যাচ শুরুর আগে নিজের ছবি প্রচারও সারলেন বিজয়। ম্যাচের উপস্থাপক ইরফান পাঠান এবং যতীন সাপ্রুর সঙ্গে আড্ডা দিতে দেখা গেল পর্দার ‘লাইগার’কে।
দীর্ঘ বিরতির পর এদিন টিমে ফিরেছেন বিরাট কোহলি। কোটি কোটি ভারতীয় ক্রিকেট ভক্তের মতো এদিন বিজয়েরও আশা বিরাট অন্তত একটা হাফ সেঞ্চুরি করুক। অভিনেতা এদিন বলেন, ‘আমি আশাবাদী যে বিরাট কোহলি আজ অন্তত একটা অর্ধ শতরান করেন। ২০ রানের গণ্ডি পার করে ফেললেই এদিন হাফ সেঞ্চুরি করতে পারবেন বিরাট, এটা আমার বিশ্বাস। আজ ওঁনার ১০০তম টি-টোয়েন্টি ম্যাচ, আমি দারুণ উত্তেজিত সেটা চাক্ষুস করতে’। আরও পড়ুন-প্রথম একাদশ থেকে বাদ পন্ত, টুইটারে চর্চায় উর্বশী- ‘এবার মজা দেখব’
বিরাট কোহলির ক্ষেত্রে এদিন মরণ-বাঁচন লড়াই, বলেই মনে করছেন নিন্দকরা। প্রাক্তন ভারত অধিনায়কের ব্যাট থেকে ২০১৯ সাল থেকে একটাও শতরান আসেনি। সব ফর্ম্যাটেই পরপর ব্যর্থ কোহলি। সম্প্রতি মানসিক অবসাদে ভোগার কথাও জানিয়েছেন বিরাট। সব মিলিয়ে ‘বিরাট’ প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে অক্টোবর মাসে শুরু হতে চলা টি-টোয়েন্টি বিশ্বকাপে দলে বিরাটের জায়গা নিয়ে। এশিয়া কাপে ব্যর্থ হলে বিরাটকে নিয়ে কড়া সিদ্ধান্ত নিতে পারে বোর্ড, এমনটাই আশঙ্কা। আরও পড়ুন-রিজওয়ানকে ফিরিয়ে পাক শিবিরে মোক্ষম আঘাত হার্দিকের
উল্লেখ্য, পুরী জগন্নাথ পরিচালিত ‘লাইগার’ বক্স অফিসে কোনওরকম দাগ কাটতে ব্যর্থ হয়েছে। অনন্যা পাণ্ডে এবং বিজয় দেবেরাকোণ্ডা পরিচালিত এই ছবি দর্শক-সমালোচক কারুর মনই জয় করতে পারেনি। বিজয়ের বলিউড অভিষেক মোটেই আশানুরূপ হল না, তা বলাই যায়। মুক্তির প্রথম দুদিনে দেশের বক্স অফিসে মাত্র ১০.৪৫ কোটি টাকা আয় করেছে ‘লাইগার’।
পুরী জগন্নাথ পরিচালিত লাইগার-এ বিজয়কে দেখা গিয়েছে বক্সারের ভূমিকায়। মুম্বইয়ের বস্তির এক ‘চায়েওয়ালা’ কেমনভাবে মার্কিন মুলুকে গিয়ে প্রফেশনাল বক্সিং চ্যাম্পিয়ানশিপে যোগ দেবে, তাই উঠে এসেছে এই ছবিতে। যদিও ছবির চিত্রনাট্যের বাঁধন খুবই দুর্বল, দাগ কাটেনি বিজয়-অনন্যার অভিনয়ও।
For all the latest entertainment News Click Here