বিরাটের জন্য চলছে বিশেষ মানসিক ক্লাস, কোহলির জন্যেই কি প্যাডিকে ফিরিয়েছেন রোহিত?
২০২২ এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নেমেছিল পাকিস্তান। সেই ম্যাচে পাঁচ উইকেটে জিতেছিল ভারত। সেই খেলায় ম্যাচের সেরা হার্দিক পান্ডিয়া হলেও গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছিলেন বিরাট কোহলি। রোহিত শর্মা ১৮ বলে ১২ রান ও কেএল রাহুল ১ বলে শূন্য রানে সাজঘরে ফিরলেও, ৩৪ বলে ৩৫ রানের দুরন্ত ইনিংস খেলেছিলেন বিরাট কোহলি। তবে মহম্মদ নাওয়াজের বলে তিনি যখন আউট হয়ে সাজঘরে ফিরে গিয়েছিলেন তখন তাঁকে দীর্ঘক্ষন দলের অন্যতম সদস্য প্যাডি আপটনের সঙ্গে তাঁকে দেখা যায়। বহুক্ষণ সে প্যাডি আপটনের সঙ্গে কথা বলেন।
সূত্রের খবর, বিরাটের জন্য চারটে সেশন তৈরি করেছেন প্যাডি আপটন। প্রতিটা সেশনে ৪৫ মিনিটের ক্লাস। প্রতিটা সেশনে বিরাটের মানসিক নিয়েই আলোচনা করছেন। ব্যাটিং টেকনিক কিংবা শট বাছাইয়ের ভুল নিয়ে কোনও আলোচনা করছেন না প্যাডি। বিরাট সম্প্রতি একটি সাক্ষাৎকারে জানিয়েছেন,অনেক ক্ষেত্রেই তাঁর মনে হয়েছে ভালো ব্যাটিং করছেন,ইংল্যান্ডে সেটা মনে হয়নি। ইংল্যান্ড সফরের পর এক মাস ব্যাটে হাত দেননি বলেও জানিয়েছেন বিরাট। ক্রিকেটের প্রতি ভালোবাসা কি কমছে বিরাটের? সেটাই ফেরানোর চেষ্টা করছেন মেন্টাল ট্রেনিং কোচ প্যাডি আপটন।
আরও খবর… রেঁস্তোরায় ডিনারে গিয়ে সারার সঙ্গে ক্যামেরাবন্দি হলেন শুভমন, শুরু জল্পনা- ভিডিয়ো
আসলে কয়েক মাস আগে আরও একবার প্যাডি আপটনকে নিয়োগ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ওয়েস্ট ইন্ডিজ সফরেও দলের সঙ্গে ছিলেন প্যাডি। এশিয়া কাপেও রয়েছেন তিনি। মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ২০১১ ওয়ান ডে বিশ্বকাপ জিতেছে ভারত। সেই দলেও ক্রিকেটারদের মানসিকভাবে চাপমুক্ত রাখতে দলের সঙ্গে ছিলেন প্যাডি আপটন।এবার অস্ট্রেলিয়ার মাটিতে টি ২০ বিশ্বকাপের আগে তাঁকে দলের সঙ্গে যুক্ত করা হয়েছে। এদিকে গত তিন বছর শতরানের ইনিংস নেই বিরাট কোহলির। সব ফর্ম্যাটেই রানের খরা চলছে। আন্তর্জাতিক মঞ্চে বিরাট কোহলি নিজের যে মানদন্ড তৈরি করেছেন, সেই পারফরম্যান্সের ধারে কাছেও নেই।
আরও খবর… রুঢ় সঞ্চালক বীরুর বাপ হোতা হ্যায় উক্তি নিয়ে প্রশ্ন করতেই মেজাজ হারালেন শোয়েব – video
এমন অবস্থায় বিরাট কোহলি মানসিকভাবেও বিধ্বস্ত। এশিয়া কাপ এবং ঘরের মাঠে সিরিজে বিরাট নিজের ছন্দে না ফিরলে সমালোচনা বাড়বে। মানসিকভাবে আরও বিধ্বস্ত হয়ে পড়বেন বিরাট কোহলি। তেমন কিছু যাতে না হয়, বিরাটকে নিয়ে বিশেষ ক্লাস নিচ্ছেন প্যাডি আপটন। আর সেই কারণেই পাকিস্তান ম্যাচে আউট হয়ে যাওয়ার পরে বিরাট কোহলি দীর্ঘক্ষণ প্যাডি আপটনের সঙ্গে কথা বলেন। শোনা যাচ্ছে প্যাডি আপটনের পুনরায় ভারতীয় দলে নিয়োগের নেপথ্যে রয়েছেন রোহিত শর্মা। মূলত বিরাটের পাশে দাঁড়াতেই এমন সিদ্ধান্ত।
For all the latest Sports News Click Here