বিরল ‘ব্লাডগ্রুপ’-এর হৃতিক করলেন রক্তদান, ফ্যানেরা খুঁজে পেল ‘কৃশ’ কানেকশন
সুপারস্টার হৃতিক শুধু সুন্দর দেহ নয়, সুন্দর মনেরও অধিকারি। বারবার সেকথা আগেও প্রমাণ করে দিয়েছেন বলিউডের ‘গ্রিক গড’। জানেন কি এই বলিউড অভিনেতার ব্লাডগ্লুপ খুব বিরল! সোশ্যাল মিডিয়ায় হামেশাই রক্তদানের আকুতিভরা পোস্ট চোখে পড়েছে গত কয়েকমাসে। কারণ অতিমারীর জেরে রক্তের চাহিদা অনেকগুণ বেড়েছে, অথচ হাসপাতালগুলির কাছে সেই পরিমাণ রক্তের জোগান নেই। সেই ঘাটতি পূরণ করতে পর্দার সুপারহিরো বাস্তবেই সুপারহিরো হয়ে উঠলেন।
জানেন কোন ব্লাডগ্রুপের রক্ত বইছে ‘জিন্দেগি না মিলেগি দোবারা’ তারকার শরীরে? বি- নেগেটিভ। চিকিৎসা বিজ্ঞান বলে এই গ্রুপ নাকি খুবই বিরল, সচরাচর একেবারেই মেলে না। হৃতিক সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছেন, ‘আমাকে বলা হয়েছিল বি নেগেটিভ খুবই দুষ্প্রাপ্য। মাঝেমধ্যেই হাসপাতালে এই গ্রুপের রক্তের ঘাটতি দেখা যায়। সকলের কাছে আবেদন রাখছি এই মহান প্রয়াসের অংশ হতে, রক্তদান করতে।’ মুম্ভইয়ের কোকিলাবেন হাসপাতালকে ধন্যবাদ জানিয়েছেন হৃতিক, তাঁকে এই প্রয়াসের অংশ হতে দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য।
কথাতেই বলা হয়, ‘রক্তদান মহান দান’। তবে অনেকেই আছেন যারা রক্তদানে সন্দিহান, তাঁদের অভিনেতা মনে করিয়ে দিয়েছেন রক্তদান করা দাতার শরীরের পক্ষে আখেরে ভাল, সেখানে ভয়ের কোনও কারণ নেই।
হৃতিকের এই ছবিতে লাইক-কমেন্টের বন্যা। মাত্র কয়েকঘন্টায় ১০ লক্ষ জন এই পোস্টের লাইক বটনে ক্লিক করেছেন। অভিনেতার বাবা রাকেশ রোশন কমেন্ট বক্সে লেখেন, ‘তোকে নিয়ে গর্বিত’। সকলেই ধন্য ধন্য করছেন হৃতিককে। নেটিজেনরা প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন তারকাকে। কেউ কেউ তো মজা করে লিখেছেন, ‘এই রক্ত যে ব্যক্তি গ্রহণ করবে সেও কি এবার থেকে কৃশ হয়ে যাবে?’
আপতত ‘বিক্রম বেদা’র শ্যুটিংয়ে ব্যস্ত হৃতিক। এই ছবিতে সইফ আলি খান ও রাধিকা আপ্তেকে দেখা যাবে হৃতিকের সঙ্গে।
For all the latest entertainment News Click Here