বিয়ে সামনেই! আশীর্বাদ নিতে সকাল সকাল অমৃতসরের স্বর্ণ মন্দিরে রাঘব-পরিণীতি
এখন আর নেহাতই বন্ধবী নন, পরিণীতি চোপড়া এখন আপ সাংসদ রাঘব চাড্ডার বাগদত্তা। চলতি বছরেই শীতে বসতে চলেছে তাঁদের বিয়ের আসর। তার আগে শনিবার সকাল সকাল অমৃতসরের স্বর্ণমন্দিরে পৌঁছে গিয়েছিলেন পরিণীতি ও রাঘব।
পরিণীতির পরনে অফ হোয়াইট রঙের সিল্কের সালোয়ার-কুর্তা, আর প্রথা মেনে ওড়না দিয়ে মাথা ঢেকে রেখেছিলেন তিনি। আর রাঘব চাড্ডা পরেছিলেন সাদা কুর্তা-পাজামা। সঙ্গে ছিল ধূসর রঙের জওহর কোর্ট। তাঁর মাথা ছিল গেরুয়া রঙের রুমাল দিয়ে ঢাকা। গোটা মন্দির চত্তরে হেঁটে বেড়াতে দেখা গেল তাঁদের। অমৃতসর বিমানবন্দর থেকে সোজা স্বর্ণ মন্দিরে পৌঁছে যেতে দেখা যায় তাঁদের। রাঘব-পরিণীতির স্বর্ণ মন্দির দর্শনের ছবি উঠে এসেছে হিন্দুস্তান টাইমসের ক্যামেরায়।
প্রসঙ্গত গত ১৩ মে য়াদিল্লির কাপুরথালা বাড়িতে পরিবার, ঘনিষ্ঠদের ও হাই প্রোফাইল অতিথিদের উপস্থিতিতে রাঘব এবং পরিণীতির বাগদান অনুষ্ঠান সম্পন্ন হয়। সেই অনুষ্ঠানে যোগ দিয়ে মার্কিন মুলুক থেকে এসে উপস্থিত হয়েছিলেন পরিণীতির তুতো দিদি প্রিয়াঙ্কা চোপড়াও। ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান, পি চিদাম্বরম সহ আরও অনেকে।
এর আগে জানা গিয়েছিল দিদি প্রিয়াঙ্কার মতো রাজস্থানেই ডেস্টিনেশন ওয়েডিং করছেন রাঘব-পরিণীতি। জানা গিয়েছিল উদয়পুরের এক পাঁচ তারা বিলাসবহুল প্রাসাদে বসবে ঘব ও পরিণীতির বিয়ের আসর। একাধিক সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, উদয়পুরের ‘দ্য ওবেরয় উদয়বিলাস’-এই চার হাত এক হতে চলেছে এই তারকা জুটির। বিয়ের অনুষ্ঠানের জন্য এই প্রাসাদের খরচ শুনলে যে কোনও মানুষের চোখ কপালে উঠবে। জানা যাচ্ছে, এই হোটেলে ৫ ধরনের ঘর রয়েছে। প্রতি রাতে ঘরের ভাড়া ৩৫ হাজার টাকা থেকে শুরু হয়।
জানা যাচ্ছে, এই হোটেলের সবথেকে বিলাসবহুল ঘর চাইলে খরত হবে ৮ লক্ষ থেকে ১১ লক্ষ টাকা। সেখানে ব্যক্তিগত পুল সহ হোটেলের কোহিনুর স্যুটের দাম প্রতি রাতে ১ লাখ, সেটাও আবার ট্যাক্স ছাড়া। শোনা যাচ্ছে, এই উদয়বিলাসেই বসবে রাঘব-পরিণীতির বিয়ের আসর। মেওয়ারের মহারাজার অন্তর্গত, ‘দ্য ওবেরয়’ উদয়বিলাস ২০১৮ সালে ইশা আম্বানি এবং আনন্দ পিরামলের প্রাক-বিবাহ উৎসবের স্থান হিসাবে বেছে নেওয়া হয়েছিল।
এদিকে কাজের ক্ষেত্রে দিলজিৎ দোসাঞ্জের বিপরীতে পরিণীতি চোপড়াকে ‘চামকিলা’ ছবিতে দেখা যাবে। ইমতিয়াজ আলি পরিচালিত এই ছবির গল্প দুই বিখ্যাত পাঞ্জাবি গায়ক অমরজোত কৌর এবং অমর সিং চামকিলাকে ঘিরে আবর্তিত হয়েছে। একটি অনুষ্ঠানে পারফর্ম করার আগে তাঁদের দিনের আলোতেই গুলি করে হত্যা করা হয়। মৃত্যুর সময় চামকিলার বয়স ছিল মাত্র ২৭।
For all the latest entertainment News Click Here