বিয়ে ভাঙার পরেও শ্বশুরবাড়ির সঙ্গে বন্ধন অটুট, সম্পর্কের সহজপাঠ দিলেন শ্রীলেখা!
স্বামী প্রাক্তন হতে পারে, কিন্তু শ্বশুরবাড়ির অন্য সম্পর্কগুলো মোটেই প্রাক্তন হয়ে যায় না। সোশ্যাল মিডিয়ায় এই বার্তাই তুলে ধরলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। বিয়ের মরসুম শুরু হয়ে গিয়েছে। আর অফ হোয়াইট শাড়ি, এমব্রয়ডারির কাজের সিল্ক শাড়িতে বিয়ে বাড়ির সাজে ধরা দিলেন শ্রীলেখা। কার বিয়েতে হাসিমুখে হাজির অভিনেত্রী। সেই প্রশ্নের জবাবও দিয়েছেন তিনি।
বিয়ের একগুচ্ছ ছবি পোস্ট করে লেখেন, ‘বিয়ে বাড়ি। দেওরের বিয়ে, ও কিন্তু এক্স নয়’। এই পোস্ট দেখে চমকে গিয়েছেন অনেকেই। কারণ শ্রীলেখা মিত্রর ডিভোর্সি স্টেটাস কারুর অজানা নয়। শিলাদিত্য সান্যালের থেকে অনেকদিন আগেই আলাদা হয়ে গিয়েছেন অভিনেত্রী, তবে বন্ধুত্বের সম্পর্কটা অটুট দুজনের। পাশাপাশি পুরোনো সম্পর্কগুলো আগের মতোই রয়ে গিয়েছে। সেই সম্পর্কগুলোর সঙ্গে কোনও বিচ্ছেদ হয়নি। শ্রীলেখা জানিয়েছেন তাঁর প্রাক্তন স্বামীর মামাতো ভাইয়ের বিয়ে ছিল। অভিনেত্রীর কথায়, ‘ওরা আমায় এখনও বৌদি বলেই ডাকে। আমাদের সম্পর্ক সেই আগের মতোই রয়ে গিয়েছে। তাই তো লিখলাম, এক্স নয়।’
শ্রীলেখা ও শিলাদিত্যর একমাত্র মেয়ে ঐশী (মাইয়া)। মেয়ের দায়িত্ব দুজনেই সমানভাবে পালন করে চলেছেন। গত ৭ই ডিসেম্বর ছিল শ্রীলেখা কন্যার ১৭তম জন্মদিন। সেই জন্মদিনের আসরে প্রাক্তন স্বামীর পাশে হাসিমুখে দেখা গিয়েছে শ্রীলেখার। প্রাক্তন স্বামীকে নিয়ে শ্রীলেখা আগে এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘দু-জন ভালো মানুষ এক ছাদের তলায় নাই থাকতে পারে তাই বলে তিক্ততা কেন থাকবে?’ আসলে শ্রীলেখা মিত্র মানেই বরাবরই একটু অন্যরকম। কোনও ছকে তাঁকে বাঁধা যায় না।
আজ থেকে ১৯ বছর আগে বিয়ের পর্ব সেরেছিলেন শ্রীলেখা ও শিলাদিত্য। দু-বছর পর জন্ম তাঁদের একমাত্র মেয়ে ঐশীর। পারফেক্ট বউ হিসাবে বেশ কয়েক বছর সংসার করেন শ্রীলেখা। কিন্তু শেষমেশ ২০১৩ সালে ডিভোর্স হয় অভিনেত্রীর। তারপর থেকে একাই রয়েছেন শ্রীলেখা। শিলাদিত্যকে ভালোবাসে বিয়ে করেছিলেন, তারপর আর অন্য কোনও পুরুষকে মনে ধরেনি তাঁর।
আরও পড়ুন-প্রাক্তন স্বামীর সঙ্গে ফের একফ্রেমে শ্রীলেখা, অভিনেত্রীর মেয়েকে দেখে চেনা দায়!
চলতি মাসেই ঢাকা থেকে ঘুরে এসেছেন শ্রীলেখা। তাঁর পরিচালনায় তৈরি ‘এবং ছাদ’ ছবিটি প্রশংসা কুড়িয়েছে ঢাকা চলচ্চিত্র উৎসবে। আপতত পরের ছবির প্রযোজক খুঁজছেন শ্রীলেখা, পাশাপাশি অভিনয়ের কাজও চালিয়ে যাচ্ছেন সমানতালে। শীঘ্রই শুরু হবে শ্রীলেখার আগামী ছবি ‘মীরজ়াফর’-এর শ্যুটিং পর্ব।
For all the latest entertainment News Click Here