‘বিয়ে ভাঙবে মেসির’, ব্রাজিলের মিডিয়ার রিপোর্ট ওড়ালেন ফাব্রেগাসের স্ত্রী!
শুভব্রত মুখার্জি:- বিশ্ব ফুটবলের এই মুহূর্তে নিঃসন্দেহে অন্যতম তারকা ফুটবলার লিওনেল মেসি। কাতার বিশ্বকাপে অনবদ্য ফর্মে ছিলেন তারকা। ২০২২ সালে দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন তিনি। তাঁর পায়েই দীর্ঘ ৩৬ বছরের বিশ্বকাপ খরা কেটেছে আর্জেন্তিনা সমর্থকদের। এরপর তিনি পিএসজি থেকে পা রেখেছেন ইন্টার মিয়ামিতে। তাঁর এই সুদীর্ঘ যাত্রাপথে তাঁর সঙ্গে একেবারে ছায়াসঙ্গীর মতো থেকেছেন তাঁর স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জো। এবার সেই রকুজ্জোকেই ঠকানোর গুরুতর অভিযোগ উঠেছে মেসির বিরুদ্ধে। এক সাংবাদিকের সঙ্গে বিবাহ-বহির্ভূত সম্পর্কে নাকি জড়িয়েছেন মেসি! এমনটাই রটে যায় হঠাৎ করেই। আর এইসবের মাঝেই মেসির পাশে এসে দাঁড়িয়েছেন তাঁর বন্ধু তথা স্প্যানিশ ফুটবলার সেস ফ্যাব্রেগাসের পত্নী ড্যানিয়েলা সেমান। এই সব অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন তিনি।
রিপোর্টে দাবি করা হয়, মেসি নাকি সম্পর্কে জড়িয়েছেন আর্জেন্তিনার সাংবাদিক সোফিয়া মার্টিনেজের সঙ্গে। সমস্যার জল এতটাই দূর গড়িয়েছে যে রোকুজ্জোর সঙ্গে নাকি বিবাহবিচ্ছেদ হতে পারে মেসির। ব্রাজিলের সংবাদমাদ্যমে ডাইরেটো ডো মিওলো অন্ততপক্ষে এমনটাই দাবি করেছে। এই মেসির পরিবারের খুব ঘনিষ্ঠ বন্ধু সেস ফ্যাব্রেগাসের পরিবার। তাঁর পত্নী এবার সরাসরি মেসির সমর্থনে মুখ খুলেছেন। মেসির পরিবারের তরফে এখন ও পর্যন্ত এই গল্পকে পাত্তা না দেওয়ার চেষ্টা হয়েছে। এমন আবহে নিজের ইনস্টাগ্রামে পোস্ট করে ড্যানিয়েলা সেমান মেসির পাশে দাঁড়িয়েছেন।
সেমান লিখেছেন, ‘এটা কোন পাবলিকেশন (যারা মেসির বিষয়ে এমন ভুল খবর করেছে)? যারা এই খবরটা করেছে, এর কোনও ভিত্তিই নেই। কোনও মানেই নেই। কীভাবে এই খবরটা ওরা করল?’ মেসি এবং রকুজ্জো ১৫ বছর ধরে সম্পর্কে রয়েছেন। ২০১৭ সালে তাঁরা বিবাহবন্ধনেও আবদ্ধ হয়েছেন। তাঁদের তিন সন্তানও রয়েছে- থিয়েগো, মাতেও এবং সিরো।
উল্লেখ্য, ২০২২ সালের বিশ্বকাপ কভারেজের সময়ে সকলের নজরে পড়েন সাংবাদিক সোফিয়া মার্টিনেজ। সেমিফাইনালে ক্রোয়েশিয়াকে, আর্জেন্তিনা হারিয়ে দেওয়ার পরে যেভাবে উচ্ছ্বাসের সঙ্গে গোটা ঘটনার বর্ণনা করে মেসির প্রতি গোটা দেশের হয়ে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন, তা নজর কেড়েছিল সকলের।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।
For all the latest Sports News Click Here