বিয়ে বাড়িতে দেখা হয়, সেদিন তো রাকেশ আঙ্কেল আমায় চিনতেই পারেননি: আমিশা
‘গদর-২’ দিয়ে বহু বছর পর পর্দায় ফিরছেন আমিশা প্যাটেল। যিনি কিনা হৃত্বিক রোশনের বিপরীতে ‘কহো না প্যায়ার হ্যায়’ (২০০০) ছবির হাত ধরে বলিউডে পা রেখেছিলেন। যে ছবি কিনা আজ থেকে ২৩ বছর আগেও বক্স অফিসে ৬৭ কোটি টাকার ব্যবসা করেছিল। হৃত্বিক-আমিশার ‘কহো না প্যায়ার হ্যায়’ ছিল ব্লকবাস্টার।
শোনা যায়, আমিশার বয়স যখন মাত্র ১৪-১৫, তখনই নাকি ‘কহো না প্যায়ার হ্যায়’ ছবিতে আমিশাকে নেওয়ার কথা ভেবেছিলেন। সম্প্রতি, দ্য কপিল শর্মা শোয়ে এসে সেকথাই খোলসা করেছেন আমিশা প্যাটেল। সত্যিই কি সেটা ঘটেছিল? আমিশা বলেন, ‘এটা সত্যি যে উনি(রাকেশ রোশন) এই কথাটা বলেছিলেন তখন আমার বয়স ১৪-১৫ বছর। উনি বলেন, যে তিনি আমাকে হৃতিকের সঙ্গে কাস্ট করতে চান। তবে এবিষয়ে আমার পরিবার রাজি ছিল না এবং আমি বাড়ির লোকজন না বলে দিয়েছিল। কারণ আমর পরিবার রাজনৈতিক-ব্যবসায়িক ক্ষেত্রে রয়ছে। আর আমি সেসময় পড়াশোনার জন্য বস্টনে যাচ্ছিলাম।’
আরও পড়ুন-সদ্যোজাতর ইসলামিক নাম, তীব্র ট্রোলের মুখে ভিডিয়ো ডিলিট করলেন দীপিকা!
আরও পড়ুন-‘ছাড় ওকে, এতো তোর ভাইয়ের সম্পত্তি’! আমিশাকে জড়িয়ে ধরায় শুনতে হয়েছিল ববি দেওলকে
আমিশা আরও বলেন, ‘এরপর যখন আমি বস্টন থেকে ফিরে আসছি, তখন একটা বিয়ে বাড়িতে রাকেশ আঙ্কেলের সঙ্গে আমার দেখা হয়। আমি বিয়ে বাড়ি ছেড়ে বের হব, সেসময়ই উনি এলেন। উনি কিন্তু আমায় প্রথমে চিনতে পারেননি, আমার বাড়ির লোকজন ওঁকে বলেন, এটাই আমিশা। বস্টন থেকে সবে ফিরেছে। এরপর দু’দিনের মধ্যে আমি কহো না প্যায় হ্যায় ছবির জন্য সই করি। আর ওই ঘটনার এক সপ্তাহের মধ্যে আমি শ্যুটিং শুরু করে দিয়েছিলাম।’
প্রসঙ্গ ‘কহো না প্যায়ার হ্যায়’ মুক্তি পেয়েছিল ২০০০ সালে। আর ঠিক তার পরের বছরই মুক্তি পেয়েছিল ‘গদর: এক প্রেম কথা’। যেখানে ভারতীয় শিখ তারা সিং সানি দেওলের বিপরীতে পাকিস্তানি যুবতী সাকিনার ভূমিকায় অভিনয় করেছিলেন আমিশা। সেই গদর ছবিটিও ছিল সুপার হিট। আর তারই সিক্যুয়েল হিসাবে আসছে গদর-২। ১১ অগস্ট মুক্তি পেতে চলেছে সানি দেওল ও আমিশা প্যাটেলের গদর-২।
For all the latest entertainment News Click Here