‘বিয়ে পাগলা সত্যপ্রেম’ কার্তিকের জীবনে ঝড় উঠবে ‘কথা’ কিয়ারাকে বিয়ের পর!
বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে কিন্তু বাবা-মা’র মাথাব্যাথাই নেই কার্তিকের বিয়ে নিয়ে! তাই সে সটান বাবাকে বলে দেয়, ‘আমি কি অনাথ?’ পালটা জবাব আসে, ‘কী আবল-তাবল বকছিস? তোকে আমি আর দীপালি এক শটে কনসিভ করেছি।’ বিয়ে পাগলা সত্যপ্রেম মানে কার্তিকের এবার বলে বসে, ‘হ্যাঁ,তাহলে আমি নিজের বাচ্চা কবে কনসিভ করব বল?’ এমনই হালকা ছলে শুরু ব্লকবাস্টার জুটি কার্তিক আরিয়ান ও কিয়ারা আডবানির ‘সত্যপ্রেম কি কথা’র ট্রেলার।
বহু প্রতীক্ষার পর সোমবার মুক্তি পেল পরিচালক সমীর বিদ্বানস পরিচালিত এই ছবির ঝলক। এই মিউজিক্য়াল লাভ স্টোরির ট্রেলার দেখে মন উথাল-পাতাল কার্তিক-কিয়ারার ভক্তদের। ‘ভুলভুলাইয়া ২’-এর পর এই ছবির ঝলকেও কার্তিক-কিয়ারার রসায়ন থেকে চোখ ফেরানো দায়। নামের হ্যাশট্যাগ না মেলায় কিয়ারাকে বয়ফ্রেন্ডের সঙ্গে ব্রেকআপের প্রস্তাব দেয় কার্তিক। এমনটাও জানায়, সে ভার্জিন। স্ত্রীর জন্য নিজেকে বাঁচিয়ে রেখেছে ‘সত্যপ্রেম’ কার্তিক আরিয়ান! চোখ জুড়ানো পাহাড়িয়া রোম্যান্স, গুজরাতের মাটির গন্ধ, নাচা-গানা শেষে রূপকথার বিয়ে সুসম্পন্ন। কিন্তু এরপরেই কাহিনি তে টুইস্ট! কোনও বড় সত্যি গোপন রেখেই কথা বিয়ে করে সত্যপ্রেমকে। বিয়ের আসরে কার্তিককে হাসিখুশি অবস্থায় দেখা মিললেও মনমরা কিয়ারা। স্বভাবতই মনের মানুষ কথাকে বিয়ের পরেও সুখী নয় সত্যপ্রেম, বড় ঝড় অপেক্ষা করছে তাঁর জন্য। ট্রেলারের একদম শেষে কার্তিককে বলতে শোনা গেল, ‘হয়ত এই পৃথিবীকে আমি তোমাকে ভালোবাসা ছাড়া আর কিছুই করতে আসিনি’। বন্ধ দরজার ওপারে কান পেতে এই কথা শুনছেন ‘কথা’ কিয়ারা।
সত্যপ্রেম আর কথার এই দূরত্ব কীভাবে ঘুচবে? সেই নিয়েই এগোবে ছবির গল্প। কার্তিক-কিয়ারা ছাড়াও এই ছবিতে থাকছেন, সুপ্রিয়া পাঠক কাপুর, গজরাজ রাও, সিদ্ধার্থ রণধেরিয়া, রাজপাল যাদবের মতো শিল্পীরা।
প্রথমে ছবির নাম রাখা হয়েছিল ‘সত্যনারায়ণ কি কথা’। কিন্তু এমন নামে ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগ ওঠে, প্রচুর প্রতিক্রিয়ার মুখোমুখি হতে হয় নির্মাতাদের। আর এরপরই ছবির নাম পরিবর্তন করে রাখা হয় ‘সত্যপ্রেম কি কথা’। এর কারণ ব্যাখ্যা করে, সমীর বিদ্যানস একটি বিবৃতিতে দিয়েছিলেন। সেখানে তিনি বলেন, ‘আমরা আমাদের ছবি ‘সত্যনারায়ণ কি কথা’-র নাম পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছি যাতে এটি সম্পূর্ণ অনিচ্ছাকৃত হলেও কারোর অনুভূতিতে আঘাত না করে। ছবির প্রযোজক এবং সৃজনশীল দলও এই সিদ্ধান্তের সম্পূর্ণ সমর্থন করেছেন।’
কার্তিক-কিয়ারা জুটির ‘ভুলভুলাইয়া ২’ ব্লকবাস্টার হিট। দ্বিতীয়বার তাঁদের জুটি বক্স অফিসে কী চমক দেখাবে আপতত সেটা দেখবার, আগামী ২৯শে জুন (২০২৩) মুক্তি পেতে চলেছে ‘সত্যপ্রেম কি কথা’।
For all the latest entertainment News Click Here