বিয়ে করতে ছুটিতে DC-র সাড়ে ৬কোটির অজি তারকা,PBKS-এর ১১.৫০কোটির বিদেশি চোটে জেরবার
বিদেশি প্লেয়ারদের নিয়ে জেরবার আইপিএলের ফ্র্যাঞ্চাইজি টিমগুলো। জাতীয় দলে খেলা থাকার জেরে অনেক বিদেশি তারকাই শুরুর দিকে আইপিএল খেলতে পারছেন না। অনেকে আবার শেষের দিকে খেলতে পারবেন না। যে কারণে কোথাও যেন এ বারের আইপিএলে খামতি থেকে গিয়েছে।
সদ্য দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা ভারতে এসে পৌঁছেছেন। লখনউ সুপার জায়ান্টস এবং সানরাইজার্স হায়দারাবাদ টিমে যোগ দিয়েছেন কুইন্টন ডি’কক, এডেন মার্করামরা। তবে ডি’ কক ২টি ম্যাচ মিস করে ফেলেছেন। মার্করামও একটি ম্যাচ খেলতে পারেননি। তবে বৃহস্পতিবার লখনউয়ের বিরুদ্ধে মার্করাম খেললেও, রাহুলদের হয়ে ডি’কক খেলছেন না। আবার কলকাতা নাইট রাইডার্সের সাকিব আল হাসান যেমন শেষ মুহূর্তে নাম তুলে নিয়েছেন। লিটন দাস আয়ারল্যান্ডের বিরুদ্ধে টেস্ট খেলে যোগ দেবেন কেকেআর-এ। এমন অনেক উদাহরণ রয়েছে এ বারের আইপিএলে।
আরও পড়ুন: প্রথম শ্রেণির ক্রিকেট না খেলেই IPL-এ সুয়াশ জাদু ‘চল গ্যায়া’, কে এই রানার শহরের তরুণ?
তবে আইপিএলের মাঝপথে টুর্নামেন্ট ছেড়ে বিয়ে করতে যাচ্ছেন, এ হেন ঘটনা খুব রয়েছে। তবে ২০২৩ আইপিএল তেমনই এক ঘটনার সাক্ষী হতে চলেছে। আসলে দিল্লি ক্যাপিটালসের অলরাউন্ডার মিচেল মার্শ বিয়ের বন্ধনে আবদ্ধ হতে চলেছেন। ৩১ বছরের মার্শ তাই সপ্তাহখানেকের ছুটি নিয়ে অস্ট্রেলিয়া ফিরে যাচ্ছেন। যেটা দিল্লির জন্য বড় ধাক্কা।
এমনিতেই চলতি আইপিএলে মোটেও স্বস্তিতে নেই দিল্লি ক্যাপিটালস। শুরুতেই পরপর ২ ম্যাচ হেরে বসে রয়েছে। জয়ে ফিরতে মরিয়া তারা। তারই মাঝে দিল্লি ক্যাপিটালসের ক্যাপ্টেন ডেভিড ওয়ার্নারের কপালে ভাঁজ ফেলে দিলেন মিচেল মার্শ। সাড়ে ছয় কোটি টাকায় কেনা এই ক্রিকেটার আগামী বেশ কয়েকটি ম্যাচে খেলতে পারবেন না।
আরও পড়ুন: সৌরভ থেকে রানা, প্রজন্ম বদলালেও অটুট RCB-র বিরুদ্ধে নাইটদের বড় জয়ের পরম্পরা
অসুস্থ ঋষভ পন্তের পরিবর্তে এ বার দিল্লি ডেভিড ওয়ার্নারের অধিনায়ক বেছে নিয়েছে। তবে টুর্নামেন্টের প্রথম দু’টি ম্যাচ হেরে মারাত্মক চাপে দিল্লি। ঘরের মাঠে শেষ ম্যাচে তারা হেরেছে গুজরাট টাইটান্সের কাছে। আর নিজেদের প্রথম ম্যাচে হেরেছিল লখনউ সুপার জায়ান্টসের কাছে। শনিবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে দিল্লি নামছে নিজেদের তৃতীয় ম্যাচে। জোড়া হারের ধাক্কার পর সঞ্জু স্যামসনদের বিরুদ্ধে কি জয়ে ফিরতে পারবে তারা?
তবে এটাও ঘটনা মিচেল মার্শকে প্রথম দু’টি ম্যাচে মোটেও ভালো ছন্দে পাওয়া যায়নি।ভারতের বিরুদ্ধে ওডিআই সিরিজে দারুণ ফর্মে থাকলেও, দিল্লি ক্যাপিটালসের জার্সিতে তিনি হতাশই করেছেন। অজি অলরাউন্ডার দুই ইনিংসে রান করেছেন মাত্র চার। লখনউয়ের বিরুদ্ধে মার্ক উডের বলে গোল্ডেন ডাক করেছিলেন। দ্বিতীয় ম্যাচে মহম্মদ শামির বলে আউটহন।
বিদেশি ক্রিকেটারকে নিয়ে বিপাকে পড়েছে পঞ্জাব কিংস টিমও। ১১.৫০ কোটি টাকায় কেনায় লিয়াম লিভিংস্টোন এখনও ভারতে আসতে পারেননি। হাঁটুর চোটে ভোগা ক্রিকেটারের ভারতে আসতে আরও এক সপ্তাহ সময় লাগবে। ইসিবি জানিয়েছে, এপ্রিলের মাঝামাঝি সময়ের আগে যেতে পারবেন না লিভিংস্টোন। ওল্ড ট্র্যাফোর্ডে বর্তমানে রিহ্যাব চলছে তাঁর।
For all the latest Sports News Click Here