বিয়ে কত দূর? রাঘবের সঙ্গে প্রেমের জল্পনা তো তুঙ্গে! এসব নিয়ে কী বললেন পরিণীতি
কথায় বলে প্রেমের খবর নাকি চাপা থাকে না। ঠিক বেরিয়েই আসে। পরিণীতি চোপড়া আর রাঘব চাড্ডার ক্ষেত্রেও বিষয়টা যেন অনেকটাই তাই ঘটল। তাঁদের আকছার ডিনার কিংবা লাঞ্চ ডেটে যেতে দেখে অনেকেই ধরেই নিয়েছেন তাঁদের মধ্যে একটি বিশেষ সম্পর্ক আছে। শুধু তাই নয়, গুজবে হাওয়া দিয়ে শোনা যাচ্ছে তাঁরা নাকি ইতিমধ্যেই বাগদান সেরে ফেলেছেন। এতদিন ধরে তাঁদের নিয়ে বিস্তর জলঘোলা, গুজব চললেও কোনও কিছু নিয়েই কিছু বলেননি পরিণীতি। যেন মুখে কুলুপ এঁটে রেখেছিলেন। তবে পাপারিৎজিদের সামনে রাঘবের সঙ্গে পোজ দিতেও ভোলেননি তিনি। অবশেষে সমস্ত নিরবতা ভেঙে গোটা বিষয় নিয়ে মুখ খুললেন পরিণীতি।
পরিণীতি চোপড়া সম্প্রতি একটি সাক্ষাৎকারে জানিয়েছেন তিনি জনপ্রিয় তাই তাঁকে নিয়ে জল্পনা চলছে। অভিনেত্রীর কথায়, ‘আমি কেরিয়ারে সফলতা পেয়েছি তাই আমায় নিয়ে জল্পনা চলছে। যদি সেটা না হতো তাহলে আমার জীবনে কী ঘটছে না ঘটছে সেটা নিয়ে কেউই ভাবত না। যে কোনও অভিনেতাকে নিয়েই বিস্তর আলোচনা চলে। তাঁদের নিয়ে খবর হয়। পাপারিৎজিদের নজরবন্দি থাকবে তাঁরা।’
এরপরই তিনি বলেন, ‘ব্যক্তিগত প্রশ্ন করা আর অসম্মান করার মধ্যে ফারাক থাকে। সেটা সবার বোঝা উচিত।’
কিছুদিন ধরেই খবর মিলছিল পরিণীতি এবং রাঘব বহুদিন ধরেই একে অন্যকে চিনতেন। পছন্দ করতেন। তাঁদের পছন্দ, অপছন্দ অনেকটাই এক। তাই তাঁদের ঘনিষ্ট হওয়া স্বাভাবিক ছিল। এরপর দুই পরিবারের তরফে বিয়ের কথা বলা শুরু হলে তাঁরা একে অন্যের সঙ্গে ডেটে যান।
একই সূত্র থেকে জানা গিয়েছে কোনও আনুষ্ঠানিক উৎসব না হলেও দুই পরিবারের তরফে কথাবার্তা চলছে। কিন্তু বিয়ে কবে হবে সেটা নিয়ে এখনও প্রশ্ন রয়ে গিয়েছে। কারণ তাঁরা দুজনেই বেজায় ব্যস্ত। ফলে এমন অবস্থায় দাঁড়িয়ে বিয়ের দিন ঠিক করতে বেশ বেগ পেতে হচ্ছে বলেই জানা গিয়েছে।
প্রসঙ্গত কর্মক্ষেত্রে পরিণীতিকে শেষবার উঁচাই ছবিতে দেখা গিয়েছিল। এই ছবিতে তবে সঙ্গে অমিতাভ বচ্চন, বোমান ইরানি, অনুপম খের, নীনা গুপ্ত, সারিকা, প্রমুখকে দেখা গিয়েছিল।
For all the latest entertainment News Click Here