বিয়ের ৮ বছর পর প্রথম সন্তান এল ‘জওয়ান’ পরিচালক অ্যাটলি-প্রিয়ার, ছেলে হল না মেয়ে?
বাবা হলেন শাহরুখের ‘জওয়ান’ ছবির পরিচালক অ্যাটলি। দক্ষিণী পরিচালক এবং তাঁর স্ত্রী প্রিয়া মোহনের কোল আলো করে এসেছে প্রথম সন্তান। নেটমাধ্যমের পাতায় ছবি পোস্ট করে পরিবারের পুত্র সন্তান আসার খবর জানালেন দম্পতি।
ছবিতে দেখা গিয়েছে, দুধ সাদা বিছানায় শুয়ে দক্ষিণী পরিচালক অ্যাটলি এবং তাঁর স্ত্রী প্রিয়া মোহন। দুজনে হাতে দুটো ছোট ছোট জুতো ধরে রয়েছেন। তাঁর পাশেই লেখা, ‘ছেলে হয়েছে’। দ্বিতীয় ছবিতে প্রিয়ার বেবি বাম্পে হাত দিয়ে দাঁড়িয়ে রয়েছেন অ্যাটলি। ছবির ক্যাপশনে লেখা, ‘ওঁরা ঠিক বলেছে। ঠিক যেভাবে আমাদের পুত্র সন্তানকে পেয়েছি। পৃথিবীতে এর থেকে সেরা কোনও অনুভূতি নেই। পিতৃত্বের একটি নতুন উত্তেজনাপূর্ণ অ্যাডভেঞ্চার আজ শুরু হল। কৃতজ্ঞ। খুশি। ধন্য’।
নতুন মা-বাবাকে নেটমাধ্যমেরা পাতায় শুভেচ্ছা জানিয়েছেন সেলিব্রিটিদের পাশাপাশি ভক্তরাও। অভিনেত্রী সামান্থা রুথ প্রভু লিখেছেন, ‘অভিনন্দন আমার প্রিয়জনদের’। অভিনেত্রী কল্যাণী প্রিয়দর্শন কমেন্ট বক্সে লিখেছেন, ‘তাকে ঘিরে অনেক ভালোবাসা আসতে চলেছে। অভিন্দন’। আরও পড়ুন: আসছে মাইকেল জ্যাকসনের বায়োপিক, কিংবদন্তি পপ তারকার চরিত্রে তাঁরই ভাইপো জাফর
ইনস্টাগ্রাম স্টোরিতে প্রিয়াকে নিয়ে একটি ভিডিয়ো শেয়ার করেছেন অ্যাটলি। দক্ষিণী পরিচালক লিখেছেন, ‘একরত্তি ছেলে তোমাকে আমরা অনেক ভালোবাসি। তুমি আমাদের সমস্ত ভালোবাসা নিজের করে নিয়েছ। আমাদের হৃদয়কে আলিঙ্গন করেছ। আমাদের একসঙ্গে জীবনের চলা সবে শুরু হয়েছে। তুমি আমাদের একটি অংশ, সুন্দর ছোট্ট একজন। অনেক স্বাগত’।
গত ডিসেম্বরকে স্ত্রী প্রিয়ার বেবি বাম্পের একগুচ্ছ ছবি নেটমাধ্যমের পাতায় শেয়ার করে অ্যাটলি জানিয়েছিলেন শীঘ্রই বাবা হতে চলেছেন তিনি। ক্যাপশনে অ্যাটলি লিখেছিলেন, ‘আমাদের পরিবার বাড়ছে, ভাগ করে নিতে পেরে খুব খুশি। হ্যাঁ! আমরা গর্ভবতী। আমাদের এই আনন্দের যাত্রা জুড়ে আপনার সকলের আশীর্বাদ এবং প্রার্থনা প্রয়োজন। ভালোবাসার সঙ্গে অ্যাটলি, প্রিয়া এবং বেকি।’ আরও লিখেছিলেন, ‘উচ্ছ্বাসের সঙ্গে জানাচ্ছি আমরা অন্তঃসত্ত্বা। আপনাদের সকলের ভালোবাসা এবং আশীর্বাদের প্রয়োজন। আমাদের তরফ থেকে অনেক ভালোবাসা’।
রাজা রানি, থেরি, মেরসাল এবং বিগিলের মতো তামিল ছবি পরিচালনা করেছেন অ্যাটলি। শাহরুখ খানের ছবি ‘জওয়ান’ দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করছেন তিনি। চলতি বছর মুক্তির জন্য প্রস্তুত হচ্ছে জওয়ান। এতে আরও অভিনয় করেছেন নয়নতারা, বিজয় সেতুপতি এবং সানিয়া মালহোত্রা। উল্লেখ্য, বিয়ের ৮ বছর পর প্রথম সন্তানের মুখ দেখলেন ‘জওয়ান’ ছবির পরিচালক অ্যাটলি এবং তাঁর স্ত্রী কৃষ্ণপ্রিয়া।
For all the latest entertainment News Click Here