বিয়ের পিঁড়িতে বসছেন শাহরুখের ‘চক দে ইন্ডিয়া গার্ল’, চিত্রাশির হবু বরকে চিনে নিন
বলিউড জুড়ে এখন বিয়ের সানাই। সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আডবানির বিয়ে নিয়ে চর্চার শেষ নেই। এর মাঝেই জানা গেল, বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন শাহরুখ খানের ‘চক দে ইন্ডিয়া গার্ল’।
‘চক দে ইন্ডিয়া’র কোমল চৌটালাকে মনে আছে? হ্যাঁ, দুর্দান্ত অভিনয়ের পাশাপাশি যাঁর হকি স্কিলও রীতিমতো নজর কেড়েছিল। কোমল চৌটালার ভূমিকায় অভিনয় করেছিলেন চিত্রাশি রাওয়াত (Chitrashi Rawat)। এবার সাত পাকে বাঁধা পড়তে চলেছেন চিত্রাশি। আগামী ৪ঠা ফেব্রুয়ারি নতুন জীবন শুরু করতে চলেছেন পর্দার কোমল। ইতিমধ্যেই ব্যাচেলারেট পার্টিও সেরে ফেলেছেন তিনি। সেখানে হাজির ছিলেন সায়ন্তনি ঘোষ, মুনমুন বন্দ্যোপাধ্যায়রা। পার্টির ছবি ভাইরাল হতেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার ঢল। কিন্তু প্রশ্ন হল কার গলায় মালা দিচ্ছেন চিত্রাশি?
চিত্রাশির হবু বর বলিউডের পরিচিত মুখ। দীর্ঘদিনের প্রেমিক ধ্রুবাদিত্য ভাগওয়ানানির সঙ্গে সাত পাক ঘুরবেন চিত্রাশি। ‘প্রেমময়ী’ ছবির সেটে আলাপ দুজনের। সেখানে থেকেই শুরু প্রেম, এবার পরিণতি পাচ্ছে চিত্রাশি-ধ্রুবাদিত্যের ১১ বছরের সম্পর্ক। জানা গিয়েছে ছত্রিশগড়ের বিলাসপুরে বসবে বিয়ের আসর। তার আগে থাকবে গায়ে হলুদ, মেহেন্দি এবং ককটেল সেরেমানি। ককটেল সেরেমানির আসরে আংটি বদল সারবেন জুটি। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে দুজনের প্রাক-বিয়ের অনুষ্ঠান।
আরও পড়ুন-সারেগামাপা-র সামনে পাত্তা পাচ্ছে না সুপার সিঙ্গার, দিদির ‘জলওয়া’ অব্যাহত
অভিনেত্রী জানিয়েছেন, ‘আমরা ব্যান্ড, বাজা, বারাতের মধ্যে দিয়ে গ্র্যান্ড বিয়ে চাইনি। ভেবেছিলাম দেরাদুনে গিয়ে কোর্ট ম্যারেজ করব। কিন্তু পরিবার যখনই জুড়ে গেল, সব বদলে গেল। তাঁদের ইচ্ছামতো আমরা ধুমধাম করে বিয়ে করছি’। চিত্রাশির ইন্ডাস্ট্রির ঘনিষ্ঠ বন্ধুরা ছত্রিশগড়ে বিয়ের অনুষ্ঠানে সামিল হবে। হানিমুন বা বিয়ের পরের সেলিব্রেশন নিয়ে এখনও কিছু পরিকল্পনা করে উঠতে পারেননি অভিনেত্রী।
‘চক দে ইন্ডিয়া’র পর ফ্যাশন, লাক, তেরে নাল লাভ হো গয়ার মতো ছবিতে কাজ করেছেন চিত্রাশি। চিত্রাশি কিন্তু বাস্তবেই দুর্দান্ত হকি খেলোয়াড়। ছেলেবেলা থেকেই ফিল্ড হকি খেলতেন। আর সেই জন্যই তাঁকে কোমলের চরিত্রের জন্য বেছে নেওয়া হয়েছিল। চিত্রাশির হবু বর ফ্লাইট এবং দ্য গ্রে’র মতো ছবিতে কাজ করেছেন। এখন চারহাত এক হওয়ার অপেক্ষা।
আরও পড়ুন-‘নায়িকা নম্বর ১’ হওয়ার স্বপ্ন জুনিয়র আর্টিস্ট ঋতব্রতার, আসছে নতুন মেগা, নায়ক কে?
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)
For all the latest entertainment News Click Here