বিয়ের পর কিয়ারার পরিবারে এল নতুন সদস্য!
নতুন একটি গাড়ি কিনলেন কিয়ারা আডবানি। সম্প্রতি তাঁকে এই গাড়ি করেই ঘুরতে দেখা যাচ্ছে ইতিউতি। বর্তমানে তিনি ‘সত্যপ্রেম কী কথা’ ছবিটির ডাবিং সারছেন। মঙ্গলবার সন্ধ্যায় তিনি যখন মুম্বইয়ের একটি স্টুডিওতে ডাবিং করতে যাচ্ছিলেন তখনই তাঁকে তাঁর এই দামী গাড়িটিতে দেখা যায়। কোন গাড়ি কিনেছেন? একটি কালো রঙের মার্সিডিজ কিনেছেন ‘শেরশাহ’ খ্যাত নায়িকা। যদিও এই গাড়ি সম্পর্কে তেমন বেশি কিছু জানা যায়নি কিন্তু তাঁর এবং সিদ্ধার্থের বিয়ের পর যে এটাই তাঁর প্রথম বড়সড় একটা ইনভেস্টমেন্ট বলুন বা জিনিস কেনা বলুন সবটাই।
এদিন কিয়ারার পরনে ছিল একটি সাদা ট্যাংক টপ এবং ঢিলে ঢালা শ্রাগ এবং প্যান্ট। অভিনেত্রীকে তাঁর চুল পনিটেল করে বেঁধে রাখতে দেখা যায় এই ছবিতে। মেকআপ বিহীন লুকেই তিনি বাইরে বেরিয়ে ছিলেন। পাপারাৎজিরা তাঁর ছবি তুলতে চাইলে তিনি হেসে তার জন্য পোজ দেন।
বর্তমানে কিয়ারা আডবানি ‘সত্যপ্রেম কী কথা’ ছবিটি নিয়ে ব্যস্ত আছেন। এই ছবির শুটিং ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে। এখন পোস্ট প্রোডাকশনের কাজ চলেছে। এই ছবিতে আবারও জুটি বাঁধবেন কিয়ারা এবং কার্তিক আরিয়ান। এর আগে তাঁদের একত্রে ‘ভুল ভুলাইয়া ২’ ছবিতে দেখা গিয়েছিল।
এই ছবিটির পরিচালনা করেছেন সমীর বিদ্বান। এরই মধ্যে প্রকাশ্যে এসেছে এই ছবির প্রথম গান। ‘নসিব সে’ গানটি ইতিমধ্যেই বেশ জনপ্রিয় হয়েছে। এখানে কিয়ারা, কার্তিক ছাড়াও সুপ্রিয়া পাঠক কাপুর, গজরাজ রাও, অনুরাধা প্যাটেল, রাজপাল যাদব প্রমুখকে দেখা যাবে। এই ছবিটি এই বছরেরই ২৯ জুন মুক্তি পাবে।
প্রসঙ্গত মে মাসে সিদ্ধার্থ আর কিয়ারা জাপানে ছুটি কাটাতে গিয়েছিলেন। সম্প্রতি সেখান থেকে একাধিক ছবিও শেয়ার করেন নায়ক। সিদ্ধার্থ এদিন তাঁর ইনস্টাগ্রাম স্টোরিজে দুটি ছবি পোস্ট করেছিলেন। প্রথম ছবিতে দেখা যাচ্ছে তাঁর দুই হাতে ভর্তি শপিং ব্যাগ যা তিনি কাঁধে ধরে রেখেছেন। রাতের শহরে এভাবেই তিনি রাস্তা পার হতে ব্যস্ত। এই ছবিটা তিনি পোস্ট করে কিয়ারাকে ট্যাগ করে লেখেন ‘স্বামীর দায়িত্ব পূরণ করছি।
For all the latest entertainment News Click Here