বিয়ের দেড় বছর পর স্বপ্নপূরণ! ছেলের বাবা হলেন প্রিয়াঙ্কার পুরনো প্রেমিক হরমন
অভিনেতা-পরিচালক হরমন বাওয়েজা ও তাঁর স্ত্রী সাশা মিরচন্দানি তাঁদের প্রথম সন্তানের জন্ম দিলেন শুক্রবার। খবর অনুসারে হরমোন-সাশার কোল আলো করে এসেছে ফুটফুটে এক রাজপুত্র। যদিও অফিসিয়াল ঘোষণা এখনও করেননি এই তারকা জুটি। ২০২১ সালের মার্চ মাসে বিয়ে হয় হরমন আর সাশার।
‘লাভ স্টোরি ২০৫০’ দিয়ে বলিউডে ডেবিউ করেছিলেন হরমন। বিপরীতে ছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। এরপর কাজ করেন ‘ভিক্টোরি’ সিনেমায় অমৃতা রাওয়ের সঙ্গে, আশুতোষ গোয়ারিকরের ডেবিউ ছবি ‘হোয়াটস ইয়োর রাশি’-তে ফের প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে। একটা ছবিও চলেনি। তারপর আর তাঁকে কেউ ছবির অফারও দেয়নি বলে খবর।
প্রসঙ্গত, প্রথম ছবির পরই হরমনের সঙ্গে প্রেম হয়েছিল প্রিয়াঙ্কা চোপড়ার। তবে সেই সম্পর্ক বেশিদূর গড়ানোর আগেই ভেঙে যায়। কারণ অজানা। বিপাশার সঙ্গেও বেশ ঘনিষ্ঠতা ছিল এই নায়কের। বলে রাখা ভালো হরমন কিন্তু এসেছিলেন ফিল্মি পরিবার থেকেই। হরমনের বাবা হরযশপল বাওয়েজা ইন্ডাস্ট্রিতে পরিচিত পরিচালক হ্যারি বাওয়েজা নামে। হ্যারির স্ত্রী পম্মি একজন প্রযোজক। তাঁদের যৌথ সংস্থার নাম ‘বাওয়েজা মুভিজ’। হৃতিকের ডুপ্লিকেট বলে ডাকা হত হরমনকে।
শোবিজের দুনিয়া থেকে যেন হারিয়েই যান হরমন। কামব্যাক করেন ৭ বছর পর অ্যাকশন ড্রামা ‘ঢিশকিয়াঁও’ দিয়ে। সেটাও ফ্লপ। তারপর হঠাৎ দেখা যায় ওজন বাড়িয়ে বেশ নাদুস-নুদুস হয়ে গিয়েছেন। তাঁর ‘মোটা চেহারা’র ছবি ছড়িয়ে পড়েছিল ঝড়ের গতিতে। বডি শেমিংয়ের মুখেও পড়তে হয়। তবে ব্যর্থ কেরিয়ার সেভাবে যে সাংসারিক জীবনে ছাপ ফেলেনি তা স্পষ্ট।
অন্য দিকে হরমন-পত্নী সাশা একজন পুষ্টিবিদ, ‘ওয়েলনেস এক্সপার্ট’ হিসেবে কেরিয়ার গড়েছেন। নিয়মিত ব্লগও শেয়ার করেন।
For all the latest entertainment News Click Here