বিয়ের দু-বছরের মধ্যেই ডিভোর্সের পথে ‘গঙ্গারাম’-এর টায়রা? আনফলো করলেন স্বামীকে!
টেলিপাড়ায় ফের বিচ্ছেদের সুর! ব্রেকআপ নয়, এবার সোজা ডিভোর্সের গুঞ্জন সামনে আসছে। বেশ কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল, আলগা হচ্ছে সম্পর্কের সুতো। চিড় ধরেছে সোহিনী গুহ রায় এবং কল্লোল চৌধুরীর সম্পর্কে। দু’জনের মধ্যে নাকি বাড়ছিল দূরত্ব, সেই খবর শিলমোহর পড়ল। সোশ্যাল মিডিয়ায় পরস্পরকে আনফলো করেছেন সোহিনী-কল্লোল। ইনস্টাগ্রাম থেকে স্বামীর সঙ্গে কাটানো একাধিক মুহূর্তের ছবি ও ভিডিয়োও ডিলিট করেছেন সোহিনী। যদিও পুরোনো স্মৃতির বেশ কিছু ঝলক এখনও জ্বলজ্বল করছে তাঁর ইনস্টা প্রোফাইলে।
কল্লোলের প্রোফাইলে অবশ্য সোহিনীর চিহ্ন মাত্র নেই। টেলিপাড়ার অতি-পরিচিত মুখ সোহিনী। স্টার জলসার ‘ময়ূরপঙ্খী’ সিরিয়ালে লিড চরিত্রে দেখা মিলেছিল সোহিনীর,কাজ করেছেন ‘রেশম ঝাঁপি’ সিরিয়ালেও। ‘গঙ্গারাম’-এর টায়রা হিসাবে ব্য়াপক জনপ্রিয়তা পান অভিনেত্রী। ‘গঙ্গারাম’-এর শ্যুটিং সামলেই ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে গাঁটছড়া বেঁধেছিলেন সোহিনী। মাত্র তিনমাসের পরিচয়েই বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন দুজনে। কিন্তু আচমকাই তৈরি হল দূরত্ব!
পেশাদার জীবন আর সংসার দুটোই সমানতালে চালাচ্ছিলেন সোহিনী। মাঝে শোনা গিয়েছিল হিন্দি টেলিভিশনে দেখা মিলবে নায়িকার, যদিও সেই প্রোজেক্টের কাজ মাঝপথেই আটকে যায়। টেলিপাড়ার এই নায়িকা আপতত ব্যস্ত রাজর্ষি দে-র নতুন ছবি ‘সাদা রঙের পৃথিবী’র শ্য়ুটিংয়ে। এই ছবিতে ‘বুলি’ চরিত্রে দেখা মিলবে তাঁর। শ্যুটিং সেট থেকে একাধিক ছবি শেয়ার করেছেন সোহিনী।
গত বছর দূর্গাপুজোতেও একসঙ্গে ছিলেন সোহিনী-কল্লোল। কালীপুজোয় একসঙ্গে হাজির ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির পুজোয়। হঠাৎ করেই কোথা থেকে কী হয়ে গেল! কল্লোলের সঙ্গে কাটানো নিজের জন্মদিনের কিছু মুহূর্ত বা একান্ত যাপনের কিছু টুকরো স্মৃতি এখনও রয়ে গিয়েছে সোহিনীর ইনস্টাগ্রামের দেওয়ালে। যা দেখে অনেকের মনেই প্রশ্ন, এই দূরত্ব কি সাময়িক? মনোমালিন্য ভুলে আবারও কি এক হবেন সোহিনী-কল্লোল? সেটাই এখন দেখবার।
For all the latest entertainment News Click Here