বিয়ের এক সপ্তাহ যেতে না যেতেই সুখবর! ভক্তদের দীর্ঘ আক্ষেপ দূর করবেন ভিকি-ক্যাট
মরু রাজ্য রাজস্থানে ভালোবাসার গোলাপি আবির ছড়িয়েছেন ভিকি-ক্যাটরিনা। তাঁদের প্রেমের রঙে রঙিন গোটা দেশ। গত ৯ই ডিসেম্বর যোধপুরের সোয়াই মাধোপুর জেলার সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারাতে সাত পাকে বাঁধা পড়েছেন ভিক্যাট। মধুচন্দ্রিমা পর্ব শেষে চলতি সপ্তাহের গোড়াতেই হাতে হাত ধরে মুম্বইয়ে ফিরেছেন দুজনে। একসঙ্গে দুর্দান্ত মানায় দুজনকে কিন্তু তা সত্ত্বেও এই জুটির ভক্তদের একটা আক্ষেপ রয়েই গিয়েছিল। পর্দায় কেন জুটি বাঁধেননি তাঁরা, এবার সেই অপেক্ষারও অবসান ঘটতে চলেছে।
ইটিটাইমস সূত্রে খবর, একসঙ্গে নতুন প্রোজেক্টের কাজ শুরু করবেন ক্যাটরিনা। দুজনের বাজারদর এখন আকাশছোঁয়া, আর নামীদামী ব্র্যান্ডগুলো এখন সেই জনপ্রিয়তাকেই ক্যাশ-ইন করতে চলেছে। জানা যাচ্ছে ভিক্যাটকে খুব শিগরির একটা বিজ্ঞাপনে একসঙ্গে দেখা যাবে। একটা হেলথ প্রোডাক্টের বিজ্ঞাপনী প্রচারের মুখ হবেন দুজনে। খুব শীঘ্রই হবে শ্যুটিং। গোপন সূত্রে আরও জানা যাচ্ছে একটা লাক্সারি ব্র্যান্ডের হয়েও ক্যাম্পেন করবেন নবদম্পতি।
বিয়ের পর নবদম্পতিকে একত্রে বিজ্ঞাপনী প্রচারে অংশ নিতে দেখাটা খুব স্বাভাবিক। দীপবীর একসঙ্গে বহু ব্র্যান্ডের হয়ে প্রচার করেন, রালিয়া তো বিয়ের আগে থেকেই একসঙ্গে অ্যাড ক্যাম্পেনের অংশ, পিছিয়ে নেই বিরুষ্কা জুটিও।
উল্লেখ্য, একবার কফি উইথ করণের মঞ্চে হাজির হয়ে ক্যাটরিনা কাইফ বলেছিলেন ‘আমার মনে হয় ভিকির সঙ্গে আমাকে দুর্দান্ত মানাবে’। সেই কথা শুনেই মূর্ছা গিয়েছিলেন ফ্যান-বয় ভিকি। পরবর্তীতে সেই ফ্যানের গলাতেই মালা দিয়েছেন ক্যাটরিনা। রুপোলি পর্দায় এই জুটিকে একসঙ্গে কবে দেখা যাবে তা স্পষ্ট নয়, তবে দুজনের স্ক্রিন রসায়নের ঝলক অন্তত আসন্ন বিজ্ঞাপনী ক্যাম্পেনে ধরা দেবে।
For all the latest entertainment News Click Here