বিয়ের আগে অন্তঃসত্ত্বা, মাকে জানাতেই বলেছিলেন তোমায় ৭২ ঘণ্টা সময় দিচ্ছি: নেহা
নেহা ধুপিয়া, বলিউডের এই নামের সঙ্গে নতুন করে আলাপ করিয়ে দেওয়ার নিশ্চয় কিছুই নেই? মডেল, অভিনেত্রী, নেহা ২০১৮ সালে হঠাৎ করেই অভিনেতা অঙ্গদ বেদীর সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন। তড়িঘড়ি বিয়ের কারণ, নেহা ছিলেন অন্তঃসত্ত্বা। সম্প্রতি, এক সাক্ষাৎকারে সেবিষয়েই মুখ খুলেছেন নেহা।
টাইমস নাউ-কে দেওয়া সাক্ষাৎকারে নেহা বলেন, অন্তঃসত্ত্বা হওয়ার খবর বাড়িতে জানাজানির পর নেহার বাবা-মা বিয়ে করার জন্য তাঁকে মাত্র ৭২ ঘণ্টা সময় দিয়েছিলেন। নেহা বলেন, ‘আমি যখন আমার বাবা-মাকে আমার অন্তঃসত্ত্বা হওয়ার কথা জানালাম, মা শুনে বললেন ওকে, ভালো খবর। তারপর বললেন তোমাকে আমরা ৭২ ঘণ্টা সময় দিচ্ছি বিয়ে করে নিতে হবে। তাই আমার কাছে ঠিক আড়াইদিন সময় ছিল। ওই সময়ের মধ্যে আমায় মুম্বই ফিরে বিয়ে করতে হত।’
আরও পড়ুন-: আজ মাকে ভীষণ মিস করছি, পুরনো কথা মনে পড়ছে, ২০২১ আমার জীবনের একটা অংশ ছিনিয়ে নিয়েছে: কৌশানি
আরও পড়ুন-মা হওয়ার দেড় বছরের মধ্যে মাকে হারালাম! জানি না, ওঁর মতো ভালো মা হতে পারব কি না: সোনালি
আরও পড়ুন-‘তুমি মায়ের মতোই ভালো’, এটা বলার মতো আমার জীবনে আর কেউ নেই: দিতিপ্রিয়া
নেহা বলেন, কীভাবে ওই সময়ের মধ্যে আমার পরিবারের সকলে মুম্বই ফিরে তড়িঘড়ি বিয়ের প্রস্তুতি শুরু করেন। কীভাবে ওই সময়ের মধ্যে বিয়ের লেহেঙ্গা, গজরা সহ নানান রীতিনীতির জন্য প্রস্তুতি নিতে হয়েছিল। তবে বিয়ের আগে অন্তঃসত্ত্বা হওয়ার খবর ছড়িয়ে পড়ার কারণে সোশ্যাল মিডিয়ায় ট্রোলও হতে হয় নেহাকে। সেপ্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘লোকজন খুব খারাপভাবে ট্রোল করা শুরু করেছিলেন। অথচ আমার পছন্দ যখন কারোর কোনও সমস্যা তৈরি করছে না, তাহলে অসুবিধা কোথায়! আপনি যেটাতে ভালো থাকেন, সেটা করতেই পারেন, যদি সেটা কারোর ক্ষতি না করে।’
প্রসঙ্গত, ২০১৮ সালের ১০ মে মুম্বইয়ের গুরুদোয়ারাতে সাতপাকে বাঁধা পড়েন নেহা ধুপিয়া ও অঙ্গদ বেদী। ওই বছরই নভেম্বরে কন্যা সন্তানের জন্ম দেন নেহা। নাম রাখেন মেহর ধুপিয়া দেবী। পরে নেহা-অঙ্গদের একচি পুত্র সন্তানও হয়েছে নাম গুরিক সিং ধুপিয়া বেদী।
For all the latest entertainment News Click Here