বিমানসেবিকাদের ‘ঔদ্ধত্য’, ক্ষুব্ধ চিত্রাঙ্গদার সপাটে জবাব ‘ভদ্রতা শেখা প্রয়োজন!’
বিমানসেবিকার ঔদ্ধত্যে আচরণে যুগপৎ অবাক এবং ক্রুদ্ধ চিত্রাঙ্গদা সিং। এতটাই যে সোশ্যাল মিডিয়ায় সেই ব্যাপারে নিজের অনুভূতি ব্যক্ত করে রীতিমতো নাম তুলে তিনি জানিয়েছেন ওই বিমান সংস্থার একাধিক বিমান সেবিকার ভদ্রতা শেখার বিশেষ প্রয়োজন! শুধু তাই নয়, গোটা ঘটনায় একইসঙ্গে তিনি যে অত্যন্ত হতাশ, সেকথাও ব্যক্ত করতে এতটুকুও ভুল করেননি তিনি।
মুম্বই থেকে দিল্লি উড়ে যাচ্ছিলেন চিত্রাঙ্গদা। বলি-নায়িকা জানিয়েছেন গো এয়ার-এর ৩৯১ নম্বর বিমানে এই ঘটনাটি ঘটেছে। বিমানের অন্দরের সেই ভিডিও নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে চিত্রাঙ্গদা জানান যে তাঁর সফররত ওই বিমানের এক যাত্রীর সঙ্গে প্রচণ্ড উদ্ধত আচরণ করেন ওই এয়ারহোস্টেস। বলি-সুন্দরীর কথায়, এহেন আচরণ কিছুতেই বরদাস্ত করা যায় না। বিমানে সফরকালীন কোনও যাত্রীর কিছু অসুবিধে হচ্ছে কিনা, সেটা দেখার দায়িত্ব এবং সমস্যা দূরীকরণের দায়িত্ব বর্তায় একজন বিমানসেবিকার ওপর। তাই সেবার বদলে ঔদ্ধত্যেপূর্ণ আচরণ কিছুতেই মেনে নেওয়া যায় না।
এখানেই থামেননি চিত্রাঙ্গদা। এরপর ওই বিমানের চারজন বিমানসেবিকার নাম তুলে তিনি লিখেছেন, ‘দয়া করে কেউ ওঁদের একটু ভদ্র ব্যাবহার শেখান। প্রথমবার এত খারাপ আচরণের সাক্ষী থাকলাম। অত্যন্ত হতাশাজনক!’
তবে ওই বিমানসেবিকারা তাঁর সঙ্গে অবশ্য এহেন অভব্য আচরণ করেননি। বলি-নায়িকার কথায়, ‘ আমার পাশে যিনি বসেছিলেন, তিনি শত বিনম্র ব্যবহার করা সত্ত্বেও তাঁর সঙ্গে খারাপ আচরণ করেন সংশ্লিষ্ট বিমানসংস্থার সেবিকারা।’
For all the latest entertainment News Click Here