বিপদের মুখে শঙ্করের বাবা-মার জীবন, ঐশানী কি পারবে ভাস্করের শয়তানি ফাঁস করতে
‘হরগৌরী পাইস হোটেল’-এ যেন চমকের পর চমক এসেই চলেছে। একটা ঘটনার পরই এসে হাজির আরেক নতুন ঘটনা। টানটান উত্তেজনার পারদ এতটুকু ফিকে হতে দিচ্ছে না এই ধারাবাহিক। সদ্যই সকলে সাক্ষী থেকেছে কী করে ঘোষবাড়ির ছোট ছেলে ভাস্কর বুদ্ধি করে শঙ্কর ঐশানীকে বাড়ি থেকে বের করে দেয়। তাঁর মাও না জেনে বুঝে ছোট ছেলের কথায় সমর্থন করেন। মেজ ছেলে এবং তাঁর বউকে বাড়ি থেকে তাড়ান। কিন্তু সেই মেজ বউ যখন নিজের জীবন বিপন্ন করে মানবদেহের বিভিন্ন অঙ্গের চোরাকারবার চালায় তাদের হাত থেকে বড় ছেলে বাঁচিয়ে উদ্ধার করে তখন শাশুড়ি নিজের ভুল বুঝতে পারেন। এবং ছেলে বউকে বাড়ি ফিরতে বলেন। কিন্তু এই ঘটনা এখন সবারই জানা। সেই রেশ কাটতে না কাটতেই নতুন ঘটনা হাজির!
হরগৌরী পাইস হোটেলের নতুন প্রোমো ভিডিয়োতে দেখা যাচ্ছে মহেশ্বরী এবং তাঁর স্বামী অচেতন অবস্থায় মাটিতে পড়ে আছেন। পাশে দাঁড়িয়ে তাঁদের বড় বউ এবং ছোট ছেলে ভাস্কর। তাঁরাই ষড়যন্ত্র করে বাবা মাকে অজ্ঞান করে দিয়েছেন। শুধু তাই নয়, ২৪ জুনের পর্বে দেখানো হয় বড় বউ মিতালি তাঁর প্রেমিকের সঙ্গে হাত মিলিয়ে শাশুড়ি এবং শ্বশুরকে জ্যান্ত কবর চাপা দিতে যায়। অন্যদিকে অজানা আশঙ্কায় কেঁপে ওঠেন ঐশানী। সে অনুমান করে কোথাও কিছু একটা ভুল হচ্ছে। কেউ বিপদে পড়েছে। কিন্তু এদিকে যে বাড়িতে এত বড় ঘটনা ঘটেছে তিনি বোধহয় আঁচ করতে পারেননি!
তবে তড়িঘড়ি বাড়ি ফিরে দেখে সত্যি শ্বশুর শাশুড়ি বাড়িতে নেই। কোথায় গিয়েছে ওঁরা জিজ্ঞেস করলে মিতালি আর ভাস্কর বলেন গুরুদেবের বাড়িতে। এখানেই সন্দেহ দানা বাঁধে ঐশানীর মনে।
প্রোমোতে দেখা যাচ্ছে ঐশানী প্রতিজ্ঞা করছেন তিনি যেভাবে হোক মহেশ্বরীকে বাঁচাবেন। ফলে আবারও নতুন করে গল্পের মোড় যে ঘুরবে সেটা স্পষ্ট।
যিশু সেনগুপ্ত এবং তাঁর স্ত্রী নীলাঞ্জনা এই ধারাবাহিকের হাত ধরে ছোট পর্দার প্রযোজনায় ফিরে এসেছেন। আর তাতেই বাজিমাত দর্শকদের মনে জায়গা করে নিয়েছে শঙ্কর ঐশানীর কেমিস্ট্রি। বড়লোক বাড়ির শিক্ষিতা মেয়ে কী করে যৌথ পরিবারে এসে মানিয়ে নেয়, নতুন করে জীবনের পথে চলতে শুরু করে সেটাই এই ধারাবাহিক দেখাচ্ছে।
স্টার জলসায় রোজ রাত ১০টায় এই সিরিয়াল দেখা যায়। এতদিন সপ্তাহে পাঁচদিন সম্প্রচারিত হলেও এটি এখন সাতদিনই দেখানো হয় একই টাইমে। মুখ্য ভূমিকায় আছে শুভস্মিতা মুখোপাধ্যায় এবং রাহুল মজুমদার।
For all the latest entertainment News Click Here