বিনোদিনী, সত্যবতীর পর দ্রৌপদী? রামকমলের হাত ধরে কি মহাভারতে রুক্মিণী
রুক্মিণী মৈত্র (Rukmini Maitra) যেন এখন এক তেজি ঘোড়া। একটার পর একটা চ্যালেঞ্জ ফেস করছেন, আর ছক্কা হাঁকিয়ে বাজিমাত করছেন। একটার পর একটা আইকনিক চরিত্রে ধরা দিচ্ছেন দেব-প্রেয়সী।
এই বছরের শুরুটা রুক্মিণী শুরু করেছিলেন বিনোদিনী হয়ে। দীর্ঘদিন ধরে তিনি সুদীপ্তা চক্রবর্তীর (Sudipta Chakraborty) থেকে প্রশিক্ষণ নেন। তারপর তিনি বিনোদিনীর চরিত্রে অভিনয় শুরু করেন। ইতিমধ্যেই সেই ছবির কাজ শেষ হয়েছে।
তারপর সদ্যই জানা গেল রুক্মিণী ব্যোমকেশের সত্যবতী হয়ে আসছেন। দেবের (Dev) সঙ্গে পুনরায় জুটি বাঁধছেন তিনি। বিরসা দাশগুপ্তর পরিচালনায় তৈরি হবে সেই ছবি। যদিও অজিতের ভূমিকায় কে থাকবেন সেটা এখনও জানা যায়নি। এই ছবিটি শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প অবলম্বনে তৈরি হচ্ছে। নাম ব্যোমকেশ ও দুর্গ রহস্য।
এছাড়া নাকি আগামীতে জিতের (Jeet) সঙ্গে একটি ছবিতে কাজ করতে চলেছেন তিনি। শুধুই কি তাই? এখনও যে বাকি বড় চমক! কানাঘুষোয় শোনা যাচ্ছে অভিনেত্রী নাকি দ্রৌপদীর চরিত্রেও শীঘ্রই ধরা দিতে চলেছেন।
রামকমল মুখোপাধ্যায় পরিচালনা করবেন এই ছবি। প্রযোজনা করবে দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স। যদিও এখনও এই বিষয়ে কংক্রিট কিছু জানা যায়নি। সবটাই এখন প্রাথমিক পর্যায় আলোচনা স্তরে আছে বলেই শোনা গিয়েছে।
রামকমলের সঙ্গে বিনোদিনী ছবিতে কাজ করেছেন রুক্মিণী। তিনিই এই ছবির পরিচালনা করেছেন। সেই ছবির পোস্ট প্রোডাকশন কাজ চলছে এখন। অন্যদিকে তিনি আনন্দমঠ নামক আরও একটি প্রজেক্ট শুরু করেছেন। সেই ছবিও একটি বড় বাজেটের ছবি বলেই জানা গিয়েছে। আনন্দমঠের পর হয়তো তিনি দ্রৌপদী নিয়ে কাজ শুরু করতে পারেন। কিন্তু সেটা কতটা বাস্তবায়িত হবে সেটা তো সময়ই বলবে।
একটার পর একটা কঠিন চরিত্রে অভিনয় করছেন, কতটা কঠিন মনে হচ্ছে? নিজেকেই বা কীভাবে তিনি তৈরি করছেন এই চরিত্রগুলোর জন্য? অভিনেত্রীর কথায়, ‘কেবল বিনোদিনী নয়, আমার কাছে যে চরিত্র আসুক না কেন আমি সেটাতে নিজের ১০০ শতাংশ দেওয়ার চেষ্টা করি। বিনোদিনীতে যেমন প্রাণ ঢেলে অভিনয় করেছি সত্যবতীর চরিত্রর জন্যেও তেমন করব।’
For all the latest entertainment News Click Here