বিনোদন জগতের পথপ্রদর্শক, ছক ভেঙেছেন যাঁরা, তাঁদের সম্মান জানাবে ওটিটি প্লে
আজ (রবিবার, ২৬ মার্চ) জাঁকজমকভাবে অনুষ্ঠিত হতে চলেছে ওটিটি প্লের প্রথম চেঞ্জমেকার অ্যাওয়ার্ড ২০২৩। এই অনুষ্ঠানের মাধ্যমে বিনোদন জগতে যাঁরা ট্রেন্ড তৈরি করেছেন, চেনা ছক ভেঙে নতুন কিছু করে দেখিয়েছেন এবং যাঁরা পথপ্রদর্শন করেছেন, তাঁদের সম্মান জানানো হবে।
এই চেঞ্জমেকার অ্যাওয়ার্ড ২০২৩-র প্রথম বছরে ৪০ জন অভিনেতা, অভিনেত্রী, পরিচালক, কনটেন্ট ক্রিয়েটর এবং অন্যান্যদের সম্মান জানানো হবে। এঁদের মধ্যে থাকবেন পরিচালক, ছক ভাঙা অভিনেতা, এই দশকের সেরা পারফর্মার, বছরের সেরা রাইজিং স্টাররা।
এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন এবারের অস্কার বিজয়ী তথা এলিফ্যান্ট হুইসপারার্সের প্রযোজক গুনীত মোঙ্গা, অভিনেতা রাজকুমার রাও, ঋষভ শেট্টি, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অয়ন মুখোপাধ্যায়, সিদ্ধর্থ মালহোত্রা, সোহিনী সরকার, সারা আলি খান, প্রিয়মণি, সায়নী গুপ্ত-সহ প্রথমসারির তারকারা। বিভিন্ন আঞ্চলিক ফিল্ম ইন্ডাস্ট্রির ট্রেন্ড সেটার যাঁরা, তাঁদেরও এদিন সম্মান জানানো হবে। সঙ্গে থাকবেন বিজনেস লিডার, কনটেন্ট ক্রিয়েটররাও। তাঁদের সকলকেও সম্মান জানানো হবে। এককথায় বলতে গেলে, তারকাখচিত এক অনুষ্ঠানের সাক্ষী থাকবে গোটা দেশ। আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা এই অনুষ্ঠানে শুরু হতে।
ওটিটি প্লের সহ প্রতিষ্ঠাতা এবং সিইও অবিনাশ মুদালিয়ার এই অ্যাওয়ার্ডের সম্পর্কে এদিন জানান, ‘এই পুরস্কারের মাধ্যমে সম্মান জানানো হবে সেই ট্রেন্ডসেটার, বিনোদনকারী, প্রমুখদের, যাঁরা বিভিন্ন মাধ্যমকে এক্সপ্লোর করে দর্শকদের কাছে বিনোদনকে পৌঁছে দিচ্ছেন। ইনোভেটর এবং ইনফ্লুয়েন্সারদের আমাদের এই প্রথম বছরের অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সম্মান জানানো হবে।’ একইসঙ্গে তাঁর কথায় উঠে আসে তাঁদের এই উদ্যোগের কারণ জানান, তাঁরা আগামিদিনেও যাতে বিনোদন জগতের সমস্ত কাজকে স্বীকৃতি দিতে পারেন, উদযাপন করতে পারেন, সেটারই সূচনা করা হবে এই অনুষ্ঠানের মাধ্যমে।
For all the latest entertainment News Click Here