বিনোদনে পরিণত হলে Ashes-র কোনও গুরুত্ব থাকবে না, ইংল্যান্ডকে তুলোধোনা বয়কটের
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অ্যাশেদের প্রথম টেস্টে হারতে হয়ছে ইংল্যান্ডকে। ইতমধ্যেই সমালোচিত হয়েছে বেন স্টোকসের দল। বিশেষ করে ব্যাজবল পদ্ধতি অবলম্বন করে খেলা, অনেকেই যেমন প্রশংসা করেছে, ঠিত তেমনই সমালোচনও করেছেন। এবার সেই তালিকায় নাম লেখালেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক জিওফ্রে বয়কট। তিনি বেন স্টোকসের নেতৃত্বে এবং ব্রেন্ডন ম্যাককালামের অধীনে ব্যাজবল পদ্ধতির সঙ্গে এগিয়ে যাওয়ার পন্থা এবং জয়ের চেয়ে বিনোদনকে অগ্রাধিকার দেওয়ার জন্য বর্তমান ইংল্যান্ড দলের কঠোর সমালোচনা করেছেন।
বয়কট উদ্বেগ প্রকাশ করে জানিয়েছেন, ইংল্যান্ডের বর্তমান দৃষ্টিভঙ্গি অ্যাশেজ সিরিজকে নিছক প্রদর্শনীতে নামিয়ে দিতে পারে। দ্য টেলিগ্রাফ পত্রিকার কলমে বয়কট লিখেছেন, ‘ইংল্যান্ড অ্যাশেজকে প্রদর্শনীতে নামিয়ে দেওয়ার পর্যায়ে রয়েছে। ইংল্যান্ড জয়ের থেকে বিনোদনকে বেশি গুরুত্ব দিয়ে চলেছে। ব্যাজবল পদ্ধতির সঙ্গে ওরা বেশি নিজেদের জড়িয়ে ফেলেছে। ইংল্যান্ডের সমর্থকরা বিনোদনের থেকে অ্যাশেজ সিরিজ জেতা বেশি পছন্দ করবে।’
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচে হেরেছে ইংল্যান্ড। সেই ম্যাচে ইংল্যান্ডের বিশেষ কিছু সিদ্ধান্ত নজর কেড়েছে সবার। এই সিদ্ধান্তগুলি সাধারণত টেস্ট ক্রিকেটে খুব কম দেখা যায়। সেখানেই বয়কট প্রশ্ন তুলে জানান, দ্রুত রান করা এবং বাউন্ডারি মারার পক্ষেই রয়েছেন তিনি। কিন্তু দলের চূড়ান্ত লক্ষ্য হওয়া উচিত অস্ট্রেলিয়া কে হারানো। তিনি বলেন, ‘দ্রুত রান করা। প্রচুর বাউন্ডারি ও ছক্কা হাঁকানো ব্যাপারটা খুব সুন্দর এবং এটা দারুণ। তবে ইংল্যান্ড যদি অস্ট্রেলিয়াকে হারানোর বড় পুরস্কারটি জিততে না পারে। যদি সিরিজ জিতে অস্ট্রেলিয়া বাড়ি ফিরে যায়। আমাদের যত বিনোদন দেওয়া হোক না কেন আমাদের খারাপ লাগবেই।’
এই ক্রিকেট কিংবদন্তি দাবি করেছেন, ইংল্যান্ড যদি জয়কে অগ্রাধিকার না দেয় তাহলে বহুল প্রত্যাশিত অ্যাশেজ সিরিজের গুরুত্ব কমে যাবে। বয়কট বলেন, ‘ইংল্যান্ড যদি জেতার জন্য না খেলে, তাহলে এই অ্যাশেজ টেস্টগুলির তেমন গুরুত্বপূর্ণ থাকবে না। এই সব শুধুমাত্র প্রদর্শনী ম্যাচে পরিনত হবে। এই ম্যাচগুলির ক্ষেত্রে আগে বিনোদন নয়, আগে জেতা বেশি গুরুত্বপূর্ণ।’
তিনি আরও বলেন, ‘সবাই ভাবে ক্রিকেট বিনোদন। কিন্তু এই খেলা অনেকটা দাবার মতো। যখন প্রয়োজন হবে তখন ধৈর্য দেখাতে হবে আবার আক্রমণেও যেতে হবে। শুধুমাত্র মাথায় আক্রমণের চিন্তাভাবনা নিয়ে খেললে ম্যাচ জেতা যাবে না। বর্তমান ইংল্যান্ড দলের কিছুটা সাধারণ জ্ঞান এবং বাস্তব জ্ঞান থাকার প্রয়োজন রয়েছে। ওরা অস্ট্রেলিয়ার চেয়ে ভালো দল কিন্তু ঠিকমতো না খেললে হেরে যাবে। ইংল্যান্ড এই ম্যাচে প্রতিটি সেশনে জিতেছে কিন্তু ম্যাচ হেরেছে। আমরা অস্ট্রেলিয়ার থেকে এগিয়েছিলাম কিন্তু আমাদের অসাবধানতায় অস্ট্রেলিয়াকে এগিয়ে দিয়েছি।’
জো রুটের অপরাজিত সেঞ্চুরি সত্ত্বেও ইংল্যান্ড ৩৯৩/৮-তে নিজেদের প্রথম ইনিংসে ডিক্লেয়ার ঘোষণা করে যা নিয়ে প্রশ্ন তুলেছেন এই প্রাক্তন অধিনায়ক। এই বিষয়ে তিনি বলেন, ‘নিয়ম হল পিচ খারাপ হওয়ার আগে যতটা সম্ভব রান করতে হবে। রুট এবং অলি রবিনসনকে নিয়ে ইংল্যান্ড হয়তো আরও ৪০-৫০ রান করতে পারত। কিন্তু ওদের তো উইকেট নেওয়ার বেশি তাড়া ছিল।’
For all the latest Sports News Click Here