বিধ্বংসী শিপলি,মাত্র ৭৬ রানে গুঁড়িয়ে গেল লঙ্কা,কেনিয়াকে ছাপিয়ে গড়ল লজ্জার নজির
পুরো আগুনে পারফরম্যান্স করলেন হেনরি শিপলি। আর তাঁর সৌজন্যেই ২৭৫ রান তাড়া করতে নেমে শ্রীলঙ্কা মাত্র ৭৬ রানে গুঁড়িয়ে গেল। ১৯৮ রানে বড় জয় পেল নিউজিল্যান্ড।
শ্রীলঙ্কার টপ অর্ডারকে একেবারে ল্যাজেগোবরে করলেন হেনরি শিপলি। ৫০ রানের মধ্যে শ্রীলঙ্কা ৭ উইকেট হারিয়ে বসে থাকে। সেখান থেকে ৭৬ রানে শেষ হয়ে যায় তাদের ইনিংস। শিপলি ৩১ রানে ৫ উইকেট নেন। প্রথম বার তিনি ৫ উইকেটের হলে ঢুকলেন। সেই সঙ্গে লঙ্কাকে লজ্জায় ডুবিয়ে নিউজিল্যান্ডকে বড় ব্যবধানে জিততে সাহায্য করেন শিপলি।
এ দিকে শ্রীলঙ্কা ১০০-র নীচে রান করে গড়ে ফেলল লজ্জার নজির। পুরুষদের ওয়ানডে-তে ১০০-র নীচে স্কোর করার ক্ষেত্রে একে নাম রয়েছে লঙ্কা ব্রিগেডের। এই বছর ভারতের বিরুদ্ধে তারা ৭৩ রানে অলআউট হয়েছিল। শনিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৭৬ রানে অলআউট হয়ে যায় তারা। তাদের মতো খারাপ হাল আর কারও নেই। তবে কেনিয়া ২০১৩ সালে আফগানিস্তানের বিরুদ্ধে দু’বার ৮৯ এবং ৯৩ রানে অলআউট হয়ে গিয়েছিল। শ্রীলঙ্কার হাল অবশ্য আরও খারাপ।
আরও পড়ুন: ব্যাটারের পিঠের চোটের অস্ত্রোপচার, প্রথম শুনলাম- শ্রেয়সকে নিয়ে মুখ খুললেন জাদেজা
টস হেরে প্রথমে ব্যাট করতে নামে নিউজিল্যান্ড। তারা ৪৯.৩ ওভারে ২৭৪ রানে অল আউট হয়ে যায়। ফিন অ্যালেন সর্বোচ্চ ৫১ রান (৪৯ বলে) করেন। রাচিন রবীন্দ্র ৫২ বলে ৪৯ করেন। ড্যারিল মিচেল ৫৮ বলে ৪৭ রান করেন। গ্লেন ফিলিপস ৪২ বলে ৩৯ রান করেন। এ ছাড়া উইল ইয়ং ২৬ করেন। বাকিরা কেউ ২০ রানের গণ্ডি টপকাতে পারেননি। কিউয়িরাও কিন্তু খুব বেশি স্বাচ্ছন্দে ব্যাট করতে পারেনি।
শ্রীলঙ্কার চামিকা করুণারত্নে ৪ উইকেট নেন। ২টি করে উইকেট নিয়েছেন কাসুন রাজিথা এবং লাহিরু কুমারা। দিলশন মাদুশঙ্কা এবং দাসুন শানাকা ১টি করে উইকেট নিয়েছেন।
আরও পড়ুন: অনুশীলনে নেমেই দেদার ছক্কা হাঁকালেন, IPL 2023-এর আগেই CSK-কে ভরসা জোগালেন স্টোকস
এ দিকে রান তাড়া করতে নেমে শ্রীলঙ্কার মাত্র তিন জন ব্যাটারই দুই অঙ্কের ঘরে পৌঁছতে পেরেছেন। তার মধ্যে সর্বোচ্চ রান করেছেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। তিনি ২৫ বলে ১৮ রান করেছেন। এ ছাড়া চামিকা করুণারত্নে ২৪ বলে ১১ রান করেছেন। ১০ বলে ১০ করেছেন লাহিরু কুমারা। বাকিরা এক অঙ্কের ঘরে গড়াগড়ি খেয়েছেন।
নিউডিল্যান্ডের হেনরি শিপলির ৫ উইকেট ছাড়া ২টি করে উইকেট নিয়েছেন ড্যারিল মিচেল এবং ব্লেয়ার টিকনার। অকল্যান্ডে প্রথম ওডিআই-এ ১৯৮ রানে জয় ছিনিয়ে নেয় সিরিজে ১-০ এগিয়ে গেল নিউজিল্যান্ড।
For all the latest Sports News Click Here