বিধ্বংসী উত্থাপ্পা, গম্ভীর- এশিয়ার সিংহদের ১০ উইকেটে গুঁড়িয়ে দিল ভারত মহারাজা
রবিন উথাপ্পা এবং গৌতম গম্ভীরের বিধ্বংসী পারফরম্যান্সের হাত ধরে মঙ্গলবার এশিয়া লায়ন্সের বিরুদ্ধে দশ উইকেটে বড় জয় ছিনিয়ে নিল ভারত মহারাজা। ১৫৮ রান তাড়া করতে নেমে উত্থাপ্পা মাত্র ৩৯ বলে অপরাজিত ৮৮ রান করেন এবং গম্ভীর ৩৬ বলে অপরাজিত ৬১ রান করেন। লিজেন্ডস লিগ ক্রিকেট মাস্টার্সে এটি গম্ভীরের তৃতীয় টানা হাফসেঞ্চুরি। তবে এই টুর্নামেন্টে প্রথম জয় পেল ভারত মহারাজাস। আগের ২টি ম্যাচ তারা হেরেছে।
আরও পড়ুন: শ্রেয়স না খেললে KKR অধিনায়ক কে হবেন? নাইটদের পোস্টে লিটনের নাম নিয়ে জল্পনা
টস জিতে এশিয়া লায়ন্সদের প্রথমে ব্যাট করতে পাঠায় ইন্ডিয়া মহারাজাস। এশিয়ার উপুল থারাঙ্গা এবং তিলকরত্নে দিলশনশ শুরুটা বেশ ভালো করে। প্রথম উইকেটে তারা ৫২ বলে ৭৩ রান করে। ৪৮ বলে ৬৯ করেন উপুল থারাঙ্গা এবং দিলশন করেন ২৭ বলে ৩২ রান। এর বাইরে আব্দুল রজ্জাক ১৭ বলে অপরাজিত ২৭ করেছেন। ১৮ বলে ১৫ রান করেছেন আসগার আফগান। নির্দিষ্ট ২০ ওভারে ৫ উইকেটে ১৫৭ রান করে এশিয়া লায়ন্স। ভারতের সুরেশ রায়না ২ উইকেট নিয়েছেন। স্টুয়ার্ড বিনি, হরভজন সিং, প্রবীণ তাম্বে ১টি করে উইকেট নিয়েছেন।
রান তাড়া করতে নেমে শুরু থেকেই রবিন উত্থাপ্পা এবং গৌতম গম্ভীর দারুণ খেলেছেন। রবিন এবং গম্ভীর মিলেই শেষ করে দেন এশিয়ার সিংহদের। ৪৫ বল বাকি থাকতে ১৫৯ রান করে ফেলে ইন্ডিয়া মহারাজাস। পুরো ১০ উইকেটে তারা জয় ছিনিয়ে নেয়।
আরও পড়ুন: আমদাবাদ টেস্ট ড্র করে Test Ranking-এ শীর্ষে ওঠার সুযোগ ফস্কাল ভারত, হল না নজির
শক্তিতে ভরপুর লায়ন্স বোলিং লাইন আপকে মহারাজার ওপেনাররা একেবারে গুঁড়িয়ে দেন। শোয়েব আখতার ১ ওভার বল করে ১২ রান দেন। মহম্মদ হাফিজ ২ ওভার বল করে ৩৩ রান দেন। আব্দুল রজ্জাক ২ ওভার বল করে ২৪ রান দেন। সোহেল তনভীর ২ ওভার বল করে ২২ রান দেন। ইসুরু উদানা ২ ওভার বল করে দেন ২৬ রান। থিসারা পেরেরা ৩ বল করে ৮ রান দেন। লায়ন্স বোলারদের মধ্যে ১০-এর নীচে ইকোনমিরেট একমাত্র মহম্মদ আমিরের। ৩ ওভারে তিনি ২৯ রান দেন।
এশিয়া লায়ন্স (৪ পয়েন্ট) তিন ম্যাচ খেলে এটাই প্রথম হার। আর ইন্ডিয়া মহারাজাস (২ পয়েন্ট) ৩ ম্যাচ খেলে আগের ২টিতে হেরেছে। এটা প্রথম জয়। এ ছাড়া ওয়ার্ল্ড জায়ান্টস (২ পয়েন্ট) ২টি ম্যাচ খেলে একটিতে জিতেছে, একটি হেরেছে।
For all the latest Sports News Click Here