বিদেশি প্রেমিকের সঙ্গে সামনেই বিয়ে! ‘ব্রাইডাল পার্টি’তে মজে অনুরাগ কাশ্যপ কন্যা
গত মাসেই দীর্ঘদিনের বিদেশি প্রেমিক শেন গ্রেগোয়ার সঙ্গে বাগদান সেরেছিলেন অনুরাগ কাশ্যপের মেয়ে আলিয়া। ২০ মে আচমকা এমন খবরে অনেকেই চমকে গিয়েছিলেন। এবার বাগদত্ত প্রেমিকের সঙ্গেই বিয়ের প্রস্তুতি শুরু করেন অনুরাগ কন্যা আলিয়া। তার আগে ‘ব্রাইডাল পার্টি’-তে মজলেন আলিয়া কাশ্যপ। সেখানে যোগ দিয়েছিলেন তাঁর কাছের কিছু বন্ধু। অনুরাগ কন্যার ব্রাইডাল পার্টিতে যোগ দিতে দেখা যায় বনি কাপুর-শ্রীদেবীর ছোট মেয়ে খুশি কাপুরকে।
শুক্রবার আলিয়া কাশ্য়পের বন্ধু মুসকান চান্না সোশ্যাল মিডিয়ায় অনুরাগ কন্যার ‘ব্রাইডাল পার্টি’র বেশ কিছু ছবি পোস্ট করেছেন। আলিয়ার ইনস্টা স্টোরিতেও উঠে এসেছে কিছু ছবি। যেখানে আলিয়ার হাতের আঙুলে বাগদানের বড় মাপের একটি হীরের আংটি দেখা গিয়েছে। সেটিকে ‘ব্রাইডজিল্লা’ অর্থাৎ হবু কনের উজ্জ্বলতা বলে উল্লেখ করেছেন আলিয়া। ছবিতে হবু বর-কনের সঙ্গে হাসিখুশি দেখা গিয়েছেন খুশি কাপুর ও মুসকান চান্নাকে।
এর আগে কান চলচ্চিত্র উৎসব চলাকালীন আচমকাই প্রেমিক শেন গ্রেগোয়ার সঙ্গে বাগদানের খবর পান ‘ড্যাডি কুল’ অনুরাগ কাশ্যপ। বাগদান সেরে মেয়ে খুশিতে ডগমগ থাকলেও বাবা অনুরাগে মাথায় ছিল চিন্তার হাত। আচামকা তাঁর অনুপস্থিতিতে মেয়ের বাগদান হয়ে যাওয়া নিয়ে পোস্ট করেছিলেন অনুরাগ। সোশ্যাল মিডিয়া পোস্টে দেখা যায়, অনুরাগ ফোনের দিকে তাকিয়ে রয়েছেন, যেখানে আচমকাই মেয়ের বাগদানের খবর এসেছে, আর পাশে বসে রয়েছে তাঁর দুই বন্ধু। মজা করেই পরিচালক লিখেছিলেন, ‘ভাবছি মেয়ের বিয়ে নিয়ে কতগুলো রিমেক মুভি বানাতে হবে, আর তার জন্য কত টাকা খরচ হবে।’
একদিকে ‘কেনেডি’র প্রদর্শনে কান চলচ্চিত্র উৎসবে যোগ দিতে ফ্রান্সে গিয়েছিলেন অনুরাগ কাশ্যপ। অন্যদিকে সেখানে গিয়েই আসে মেয়ে-জামাইয়ের সারপ্রাইজ। দুইয়ে মিলে খুশিতে আত্মহারা ছিলেন পরিচালক। প্রসঙ্গত আলিয়া কাশ্যপ অনুরাগ ও তাঁর প্রথম স্ত্রী আরতি বাজাজের মেয়ে। ২০০৩ সালে আরতিকে বিয়ে করেছিলেন অনুরাগ, দীর্ঘ ৯ বছর পর তাঁরা সেই সম্পর্কে ইতি টানেন। তবে মেয়ে আলিয়া কাশ্যপের সঙ্গে পরিচালক বাবা অনুরাগের সম্পর্ক বেশ বন্ধুত্বপূর্ণ।
For all the latest entertainment News Click Here