বিদায় বেলায় শাস্ত্রী দাবি করেন, তাঁর কোচিংয়ে ভারত অন্যতম সেরা দলে পরিণত হয়েছে
টিম ইন্ডিয়ার কোচ হিসেবে যাত্রা শেষ রবি শাস্ত্রীর। দুবাইয়ে ভারত বনাম নমিবিয়ার ম্যাচটিতেই শেষবার শাস্ত্রীর প্রশিক্ষণে মাঠে নামেন কোহলিরা। জাতীয় দলের কোচ হিসেবে দীর্ঘ মেয়াদ শেষে তৃপ্ত শোনায় প্রাক্তন তারকাকে। হতে পারে বিশ্বকাপের সুপার টুয়েলভ থেকেই বিদায় নিতে হয়েছে দলকে। তবে গত পাঁচ বছরে তাঁর অধীনে টিম ইন্ডিয়ার সার্বিক পারফর্ম্যান্স নিয়ে গর্বিত শোনাল রবিকে।
নমিবিয়ার বিরুদ্ধে ম্যাচ শুরুর আগে শাস্ত্রী জানান, অনেক সময় কী পেয়েছেন, সেটার থেকেও বড় হয়ে দাঁড়ায় কতটা বাধা অতিক্রম করেছেন সেই বিষয়টাই। সেদিক থেকে তিনি খুশি তাঁর অধীনে ভারতীয় দলের পারফর্ম্যান্স দেখে।
আইসিসিকে দেওয়া সাক্ষাত্কারে শাস্ত্রী বলেন, ‘আমি যখন দায়িত্ব নিই, নিজের মনে বলেছিলাম যে, আমি তফাৎ গড়ে দিতে চাই। আমি সেটা পেরেছি বলেই মনে করি।’
শাস্ত্রীর সাক্ষাত্কারের ভিডিও দেখতে ক্লিক করুন:- https://www.t20worldcup.com/video/2345447
শাস্ত্রী আরও বলেন, ‘কখনও কখনও জীবনে কি পেয়েছেন, সেটা প্রাধান্য পায় না। কোন কোন বাধা অতিক্রম করেছেন, সেটা বড় হয়ে দেখা দেয়। গত ৫ বছরে এই ছেলেরা যা অতিক্রম করেছে, সব ফর্ম্যাটে যেভাবে ওরা বিশ্বের প্রতিটি প্রান্তে পারফর্ম করেছে, সেটাই ওদের ক্রিকেটের ইতিহাসে অন্যতম সেরা দলে পরিণত করেছে। এ বিষয়ে আমার কোনও সন্দেহ নেই। এখানে (বিশ্বকাপে) যাই ঘটুক না কেন, তাতে দলের কৃতিত্ব কোনওভাবেই খাটো হয় না।’
For all the latest Sports News Click Here