বিতর্ক বন্ধ করতে কি ‘আদিপুরুষ’-এ বদল আনছেন? ‘নোট রাখছি’, বললেন পরিচালক ওম
‘আদিপুরুষ’ পরিচালক ওম রাউত কার্যত স্বীকারই করে নিয়েছেন ষে নানা বিতর্কের পরিপ্রেক্ষিতে তিনি সিনেমায় কিছু বদল আনতে চলেছেন। ইতিমধ্যেই ছবির বিরুদ্ধে আইনি নোটিসও জারি হয়েছে এবং সিনেমা বয়কটের ডাক উঠেছে।
আদিপুরুষে রয়েছেন প্রভাস, রাঘবার চরিত্রে। কৃতির চরিত্রের নাম জানকি। আর সইফ আলি খান লঙ্কেশের চরিত্রে। রাবনের সীতা অপহরণ আর রামের লঙ্কা থেকে স্ত্রীকে উদ্ধার করে আনার গল্পই উঠে এসেছে ছবিতে, মহাকাব্যিক এই ঘটনাকে ফুটিয়ে তুলতে ব্যবহার করা হয়েছে ভারিমাত্রার CGI আর VFX।
যখন থেকে আদিপুরুযের টিজার সামনে এসেছে শুরু হয়ে গিয়েছে বিতর্ক। অনেকেরই দাবি তাঁরা এই সিনেমার ট্রেলার দেখে হতাশ হয়েছেন, মনে আঘাত পেয়েছেন। তো কেউ আপত্তি তুলেছেন সিনেমায় ব্যবহার হওয়া অপটু হাতের জিজিআইয়ের কাজ দেখে। তো কারও আপত্তির কারণ রাবণের দাড়িওয়ালা লুক, যা দূরদর্শনে দেখানো রাবণের চেহারার থেকে আলাদা। সম্প্রতি এক সাক্ষাৎকারে ওম রাউতকে কথা বলতে শোনা গেল, দর্শকদের কাছ থেকে আসা এই বিরূপ প্রতিক্রিয়া নিয়ে।
‘আমার উপরে বিশ্বাস রাখুন।আমাদের জন্য আমাদের দর্শকরাই আসল। সুতরাং বিজ্ঞরা বা বয়সে বড়রা যে উপদেশ দিচ্ছেন তা আমরা নোট রাখছি। আমরা এগুলো লিখে রাখছি আর আপনাদের নিশ্চিত করছি ২০২৩-এর ১২ জানুয়ারি যখন এই সিনেমা মুক্তি পাবে তখন আপনারা হতাশ হবেন না। বিশ্বাস রাখুন, আমরা এটা করে দেখাবোই।’, জানান ওম।
এরপর যখন আদিপুরুষের পরিচালককে যখন প্রশ্ন করা হয়, তিনি কি সিনেমায় কোনও পরিবর্তন আনতে চাইছেন তখন উত্তর আসে, ‘আমরা তো মাত্র ৯৫ সেকেন্ডের একটা টিজার দেখেছি। আমি আবারও বলছি সবকিছুর নোট আমরা রাখছি। কোনও দর্শক হতাশ হবেন না।’
২০২৩ সালের ১২ জানুয়ারি মুক্তি পাওয়ার কথা আদুপুরুষের। যদিও ইতিমধ্যেই দিল্লি আদালতে ছবি মুক্তির উপর স্থগিতাদেশ চেয়ে আবেদন জমা পড়েছে।
For all the latest entertainment News Click Here