বিতর্কের সঙ্গে পাল্লা দিয়ে কমছে ‘আদিপুরুষ’-এর আয়, সপ্তম দিনে কত রোজগার করল ছবি
প্রথম কদিন যা আয় করার মোটামুটি করে নিয়েছে ওম রাউতের ‘আদিপুরুষ’। বিতর্ক শুরু হতেই পাল্লা দিয়ে কমছে ‘আদিপুরুষ’ ছবির আয়। একদিকে হনুমানের মুখে ‘টপোরি’ ভাষা, অন্যদিকে রামায়ণের গল্প পুরো ঘেঁটে ঘ। সঙ্গে দিয়েছে রাবণ থেকে সীতা সহ অন্যান্য চরিত্রদের উদ্ভট সাজ।
এই ছবিটিতে রামের ভূমিকায় অভিনয় করেছেন প্রভাস, সীতা হয়েছেন কৃতি শ্যানন এবং লক্ষ্মণ হয়েছেন সানি সিং। রাবণের চরিত্রে দেখা যাচ্ছে সইফ আলি খানকে। সপ্তম দিনে এই ছবি ভারতে মাত্র ৫.৫ কোটি টাকা আয় করেছে।
বলিউডের একাংশ থেকে সাধারণ মানুষ সকলেই এই ছবির বিরোধিতা করেছেন। চলেছে তুমুল বিতর্ক। চাপে পড়ে সংলাপ বদলানো হলেও কাজের কাজ হয়নি কিছুই। হনুমানের সংলাপে প্রথমে শোনা যায়, ‘কাপড়া তেরে বাপ কা…. জ্বলেগি ভি তেরে বাপ কী।’ এখন সেই সংলাপ বদলে করা হয়েছে ‘কাপড়া তেরে লঙ্কা কা, জ্বলেগি ভি তেরে লঙ্কা হি।’
সাচনিল্ক ডট কমের তরফে জানানো হয়েছে এই সিনেমাটি সপ্তম দিনে মাত্র ৫.৫ কোটি টাকা আয় করেছে। ফলে এই ছবির মোট আয় এখন গিয়ে দাঁড়িয়েছে মাত্র ২৬০.৫৫ টাকায়। যদিও বিশ্বজুড়ে এই ছবি ৪০০ কোটি টাকার বেশি আয় করে ফেলেছে।
প্রথম তিনদিনে এই ছবি ৩৪০ কোটি টাকা তুলে ফেলে বিশ্বজুড়ে। প্রথমদিনে ১৪০ এবং তারপর দুইদিনে ১০০ কোটি করে আয় করে। কিন্তু তারপর থেকেই এক ঝটকায় অনেকটা কমে যায় এই ছবির আয়।
সংলাপ বদলে, নির্মাতাদের তরফে বিশেষ ছাড় ঘোষণা করেও কাজের কাজ আখেরে কিছুই হয়নি। সোশ্যাল মিডিয়া জুড়ে এখন আদিপুরুষ মিম ট্রেন্ডিং। অন্যদিকে নেপালেও এই ছবি নিয়ে বিতর্ক শুরু হয়েছিল। সীতাকে ভারত কন্যা বলায় কাঠমাণ্ডুর মেয়র সেই ছবিকে নিষিদ্ধ ঘোষণা করেন। পরে যদিও সমস্যা মিটে যায়। ক্ষমা চাওয়া হয় টিসিরিজের তরফে। ফের সেখানে এই ছবি চলছে এখন।
For all the latest entertainment News Click Here