বিতর্কের মুখে শাহরুখের ‘জওয়ান’, গল্প চুরির অভিযোগ তুললেন দক্ষিণী প্রযোজক মানিকম
জন্মদিনের দিন কয়েক পরেই বিতর্কের মুখে শাহরুখ খানের নতুন ছবি। গল্প চুরির অভিযোগ উঠেছে ‘জওয়ান’ ছবির বিরুদ্ধে। দক্ষিণী প্রযোজক মানিকম নারায়নণ, তামিল সিনেমার প্রযোজকদের কাউন্সিলে (Tamil Film Producers Council) এই চুরির অভিযোগ জানিয়েছেন। অভিযোগ, তামিল ছবি ‘পেরারাসু’র গল্প নকল করেছে শাহরুখ খান-অভিনীত ‘জওয়ান’।
প্রায় বছর চারেক লম্বা বিরতির পর আগামী বছর বড় পর্দায় কামব্যাক করছেন শাহরুখ। পর পর তিনটি ছবি ‘পাঠান’, ‘জাওয়ান’ এবং ‘ডানকি’-র কথা আগেই ঘোষণা করেছেন। এবার এই ছবিগুলি মুক্তির অপেক্ষায়। ‘জওয়ান’-এর পরিচালনায় জনপ্রিয় দক্ষিণী পরিচালক অ্যাটলি। ইতিমধ্যেই দফায় দফায় ছবির শ্যুটিং সেরেছেন এসআরকে।
ছবিতে শাহরুখ ছাড়াও অভিনয় করছেন বিজয় সেতুপতি, নয়নতারা, প্রিয়মণির মতো তামিল ইন্ডাস্ট্রির তাবড় তাবড় তারকারা। সূত্রের খবর, ছবিতে অভিনেতা বিজয় এবং দীপিকা পাড়ুকোনকে ক্যামিও চরিত্রে দেখা যেতে পারে।
আরও পড়ুন: গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে বাংলাদেশের গায়ক আকবর, রাখা হয়েছে আইসিইউতে
তামিল চলচ্চিত্র প্রযোজক পরিষদে গল্প চুরির অভিযোগ দায়ের হয়েছে পরিচালক অ্যাটলির বিরুদ্ধে। দক্ষিণী প্রযোজক মানিকম নারায়নণ অভিযোগ পত্রে জানিয়েছেন, শাহরুখের এই ছবিটি বিজয়কান্ত অভিনীত তামিল ছবি ‘পেরারাসু’র নকল। ২০০৬ সালে মুক্তি পেয়েছিল সেই ছবি। দক্ষিণী প্রযোজকের দাবি, ‘পেরারাসু’ ছবির সত্ত্ব তাঁর কাছেই রয়েছে।
উল্লেখ্য, ‘পেরারাসু’ ছবিতে দ্বৈত চরিত্রে অভিনয় করেছিলেন বিজকান্ত। এদিকে ‘জওয়ান’ ছবিতেও দ্বৈত চরিত্রে দেখা যেতে পারে শাহরুখকে, তবে নির্মাতারা এখনও বিষয়টি নিশ্চিত করেননি। তামিল ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম সফল পরিচালক অ্যাটলি। অতীতেও গল্প চুরির মতো অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। মানিকমের অভিযোগ খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে তামিল ফিল্ম প্রোডিউসারস কাউন্সিল (TFPC)। জানিয়েছেন, ৭ নভেম্বরের পর থেকে এ বিষয়ে তদন্ত শুরু করবেন তাঁরা।
For all the latest entertainment News Click Here