বিতর্কের মাঝেই কতটা সফল ‘চিনেবাদাম’? খুশি প্রযোজক? মুখ খুললেন এনা
বিতর্কের রেশ কেটেছে। দু’সপ্তাহ হতে চলল মুক্তি পেয়েছে ‘চিনেবাদাম’। নায়ক যশ দাশগুপ্তের আকস্মিক সরে দাঁড়ানো, অভিযোগ-পাল্টা অভিযোগ! একাধিক ধাক্কা সামলে এখনও প্রেক্ষাগৃহে টিকে ছবিটি। কী বলছেন নায়িকা তথা প্রযোজক এনা সাহা?
হিন্দুস্তান টাইমস বাংলাকে এনা বললেন, ‘আমাদের ছবি বেশ ভালোই ব্যবসা করছে। আমি খুশি। পরের সপ্তাহের আরও বেশ কয়েকটি প্রেক্ষাগৃহে পেয়েছে ‘চিনেবাদাম’।’
ছবি মুক্তির কয়েক দিন আগেই একটি বিবৃতি জারি করে সরে দাঁড়িয়েছিলেন যশ। জানিয়েছিলেন, শৈল্পিক মতপার্থক্যের কারণেই তাঁর এই সিদ্ধান্ত। কার্যত তখন ‘চিনেবাদাম’-এর ভবিষ্যৎ প্রশ্ন উঠেছিল। চিন্তার ভাঁজ পড়েছিল নির্মাতাদের কপালে। এনার বক্তব্য, ‘নন্দন থেকে শুরু করে অনেকগুলো হলে শো হাউজফুল ছিল। তবে শুরুর দিকে মাল্টিপ্লেক্সগুলিতে তেমন ভালো সাড়া মিলছিল না। পরে যদিও ঠিক হয়ে যায়।’
টলিউডের কনিষ্ঠতম এই প্রযোজকের মতে, যশ থাকলে ছবির প্রচারে আরও চমক আনা যেত। তিনি বলেন, ‘ওই ঘটনাগুলো না ঘটলে হয়তো আরও বেশি টিকিট বিক্রি হত। ভেবেছিলাম, যশকে নিয়ে বিভিন্ন প্রেক্ষাগৃহে যাব। সকলের সঙ্গে দেখা করব। কিন্তু যশ ছিল না বলে সেটা আর করা হল না। তবে কাজটা করতে পারলে ছবি আরও ভালো চলত।’
অভিনয়, প্রযোজনা, ডিজিটাল প্ল্যাটফর্মের কাজ- সব নিয়ে বেজায় ব্যস্ত এনা। নেই দম ফেলার ফুরসৎ। ঘুমের জন্য বরাদ্দ তিন ঘণ্টা। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত ‘ডাক্তার কাকু’র শ্যুট শেষ হলেই শুরু করবেন পোস্ট প্রোডাকশনের কাজ।
নুসরত আর যশকে নিয়ে ছবি করছিলেন এনা। সেই ‘মাস্টারমশাই আপনি কিছু দেখেননি’র ভবিষ্যৎ কী? প্রযোজক বললেন, ‘এখনও সেই সমস্যার সমাধান হয়নি। আশা করি, হয়ে যাবে।’
For all the latest entertainment News Click Here