বিতর্কের অবসান, রাজনৈতিক থ্রিলার ‘শিবপুর’-এর মুক্তির দিন প্রকাশ্যে আনলেন পরম
ছবিটি নিয়ে কম বিতর্ক হয়নি। হয়নি কম জলঘোলাও। এমনকি এর রেশ পৌঁছে গিয়েছিল অনেক দূর পর্যন্ত। অবশেষে সেই সমস্ত বিতর্কের অবসান ঘটিয়ে মুক্তি পেতে চলেছে পরমব্রত চট্টোপাধ্যায় অভিনীত আগামী ছবি শিবপুর। তাঁর সঙ্গে এই ছবিতে দেখা যাবে স্বস্তিকা মুখোপাধ্যায়কে। এই ছবিটি আগামী ৩০ জুন বড়পর্দায় মুক্তি পাবে। অভিনেতা নিজেই তাঁর সোশ্যাল মিডিয়ায় এই ছবির মুক্তির দিন জানিয়ে পোস্ট করেছেন।
পরমব্রত চট্টোপাধ্যায় এবং স্বস্তিকা মুখোপাধ্যায় ছাড়াও এই ছবিতে দেখা যাবে খরাজ মুখোপাধ্যায়, রজতাভ দত্ত, মমতা শঙ্কর, সুজন নীল মুখোপাধ্যায় প্রমুখকে। কয়েক মাস আগেই এই ছবির পোস্টার মুক্তি পেয়েছে।
বহুদিন পর আবার এই ছবিতে একসঙ্গে কাজ করেছেন পরমব্রত এবং স্বস্তিকা। তাঁরা এর আগে ভূতের ভবিষৎ, মাছ মিষ্টি অ্যান্ড মোর, ০৩৩, শাহজাহান রিজেন্সি, ইত্যাদি ছবিতে এক
সঙ্গে কাজ করেছেন। ২০১৯ সালের পর আবার ২০২৩ -এ তাঁদের একসঙ্গে অরিন্দম ভট্টাচার্যের এই ছবিতে স্ক্রিন ভাগ করতে দেখা যাবে।
শিবপুর ছবিতে উঠে আসবে আশির দশকে হাওড়া জেলার শিবপুর অঞ্চলে ঘটে চলা বিভিন্ন অন্যায় এবং অরাজকতার ছবি তুলে ধরা হবে এখানে। এই ছবিটি একটি পলিটিক্যাল থ্রিলার ঘরানার ছবি। পরমব্রত চট্টোপাধ্যায়কে এখানে পুলিশের ভূমিকায় দেখা যাবে।
প্রসঙ্গত কিছু মাস আগে অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় এই ছবির প্রযোজকের বিরুদ্ধে অভিযোগ আনেন। তিনি জানান তাঁর কাছে এই ছবির প্রযোজক সন্দীপ সরকার ইমেল পাঠাচ্ছেন। হুমকি এবং কুপ্রস্তাব ভরা ইমেল তিনি প্রকাশ্যে আনেন। আইনের এবং বিভিন্ন সংগঠনের দ্বারস্থ হন তিনি।
ছবি বিকৃত করে ছড়িয়ে দেওয়ার হুমকি পেয়েছিলেন অভিনেত্রী। গোটা ঘটনায় ইম্পারও দ্বারস্থ হন স্বস্তিকা। স্বস্তিকার অভিযোগ ছিল প্রযোজক সন্দীপ সরকারের বিরুদ্ধে। সন্দীপের নাম নাম ছবি থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ইম্পার বৈঠকে জানান ছবির আরও এক প্রযোজক অজন্তা সিংহ রায়। অবশেষে সমস্ত বিতর্ক মিটিয়ে এই ছবি আগামী মাসের ৩০ তারিখ মুক্তি পাবে।
For all the latest entertainment News Click Here