বিজয় দেবরাকোন্ডাকে বিয়ে করতে চলেছেন ‘পুষ্পা’খ্যাত রশ্মিকা? জবাব দিলেন অভিনেত্রী
‘পুষ্প’ ছবির সাফল্যের পর আরও জনপ্রিয় হয়েছেন রশ্মিকা মন্দনা। সাফল্যের সব রেকর্ড ভেঙেছে ছবিটি। রশ্মিকা যখন ‘পুষ্পা’-র সাফল্য উপভোগ করতে ব্যস্ত, তখনই তাঁর নাম জড়াতে শুরু করেছে দক্ষিণের সুপারস্টার বিজয় দেবরাকোন্ডার সাথে। দুজনকে মুম্বইতে ডিনার ডেটে একসঙ্গে দেখা গিয়েছিল দেখার পর থেকেই জল্পনা শুরু হয়েছে যে তারা বিয়ে করতে চলেছেন। ইতিমধ্যেই সে সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন বিজয় দেবরাকোন্ডা। এবার বিয়ের খবর নিয়ে নীরবতা ভাঙলেন রশ্মিকাও।
রশ্মিকা এই খবরকে ‘টাইম পাস’ বলে অভিহিত করেছেন। বর্তমানে রশ্মিকা তাঁর নতুন ছবি ‘আদাভাল্লু মিকু জোহারলু’র প্রচারে ব্যস্ত। Mirchi 9-এর সঙ্গে সাক্ষাৎকারে তিনি বলেন, ‘বিয়ে করতে এখনও অনেক দেরি। বিয়ের সময় হলেই করব। আর গুজব যাঁরা লিখছেন তাঁদের বলব এসব ছেড়ে দিন।’
রশ্মিকা ও বিজয়কে একসাথে দেখা গিয়েছে ‘ডিয়ার কমরেড’ ও ‘গীতা গোবিন্দম’ সিনেমায়। ভক্তরা পর্দায় তাদের জুটি খুব পছন্দ করেন। যদিও তাঁদের বিয়ের গুজব উড়তে শুরু করার সাথে সাথেই বিজয় টুইট করেছেন, ‘যথাযথই আজেবাজে কথা… আমরা কি শুধু খবরকে ভালোবাসতে পারি না!’
প্রসঙ্গত, দক্ষিণী এই অভিনেত্রী প্রস্তুত নিজের বলিউড ডেবিউর জন্য। শান্তনু বাগচির পরিচালনায় ও সিদ্ধার্থ মলহোত্রার সাথে এই ছবিতে স্ক্রিন শেয়ার করবেন তিনি। বিকাশ বহেলের ‘গুডবাই’ ছবিতেও অমিতাভ বচ্চনের বিপরীতে দেখা যাবে তাঁকে। দীপিকা, ক্যাটরিনা, করিনার মতো বলিউডের নায়িকাকে পিছনে ফেলে দিয়েছেন রশ্মিকা জনপ্রিয়তায়। বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে তিনি বেশ পরিচিত মুখ। গুগলে ‘ন্যাশনাল ক্রাশ অব ইন্ডিয়া’ লিখে সার্চ করলে রশ্মিকার ছবিই দেখতে পাবেন।
For all the latest entertainment News Click Here