বিজয়কে চুমু খেয়ে বিপদের মুখে পড়েন রশ্মিকা! মানসিক ভাবে ভেঙে পড়েছিলেন অভিনেত্রী
বাইরে মুষলধারে বৃষ্টি। হাট করে জানলার ধারে মিশে গেল ঠোঁটে ঠোঁট। সেলুলয়েডে এ হেন দৃশ্য আহামরি নতুন নয়। তবে পর্দায় চুমু খেয়ে বিড়ম্বনায় পড়েন রশ্মিকে মন্দনা। ‘জাতীয় ক্রাশ’ হয়েও কটাক্ষ-বাণে জর্জরিত হতে হয় তাঁকে। পেশাগত জীবনে সাফল্য এলেও সেই সময়টা ভালো কাটেনি তাঁর। খবর দেখেলেই মন খারাপ হয়ে যেত অভিনেত্রীর। সময় গড়ালেও সেই বিভিষীকার স্মৃতি তাঁর মনে অমলিন। তাঁর প্রথম হিন্দি ছবি ‘গুড বাই’-এর প্রচারে এসে সেই অভিজ্ঞতার কথা জানালেন রশ্মিকা।
সাল ২০১৯। বিজয় দেবেরকোন্ডার সঙ্গে ‘ডিয়ার কমরেড’ -এ সদ্য অভিনয় করেন রশ্মিকা। বক্স অফিসে সাড়া ফেলে তাঁদের জুটি। কিন্তু তাতে কী! ভরত কম্মা পরিচালিত ছবি নিয়ে তখন ছিছিক্কার চারদিকে! ছবিতে কী ‘ভুল’ ছিল বোঝেননি রশ্মিকা। তবে দর্শকদের একাংশের দাবি ছিল, নোংরামি হয়েছে বেশ কয়েকটি দৃশ্যে। পর্দায় বিজয়-রশ্মিকার প্রেমাতুর চুম্বনকে ঘিরে চলে সমালোচনার ঝড়। চর্চায় থাকার জন্য এ সব করছেন— এমনও অভিযোগ ওঠে রশ্মিকার বিরুদ্ধে।
পরিবারের থেকে যদিও সবটাই লুকিয়ে ছিলেন রশ্মিকা। অভিনেত্রী চাননি, তাঁর কাছের মানুষদের এ সবের মধ্যে দিয়ে যেতে হোক। তিনি বললেন, ‘পরিবারের থেকে পুরো বিষয়টা লুকিয়ে রাখা রাখা খুব কঠিন ছিল। ওঁরা এগুলো দেখে অভ্যস্ত নন। তাই ওঁদের কিছুই খুলে বলতে পারিনি। আমার মা-বাবা কখনও চাইবেন না যে, আমি কষ্ট পাই।’
(আরও পড়ুন: ‘কেন জবাবদিহি করব’, রশ্মিকা মন্দনার সঙ্গে প্রেম নিয়ে প্রশ্ন করতেই বিজয় দেবেরাকোন্ডার জবাব এল তেড়েফুঁড়ে)
সেই সময়ে অগুনতি কটাক্ষের মুখে পড়েন রশ্মিকা। অহরহ ধেয়ে আসত কুমন্তব্য। মানসিক ভাবে ভেঙে পড়ছিলেন অভিনেত্রী। তাঁর কথায়, ‘বহু মাস ধরে এ সব চলেছিল। খুব খারাপ সময় কেটেছে। নিজেকে ভয়াবহ সব জিনিস পড়েছি। রোজ রাতে দুঃস্বপ্ন দেখতাম। সবাই মুখ ফিরিয়ে নিয়েছিল। রোজ রাতে দুঃস্বপ্ন দেখতাম। ঘুম ভাঙত যখন, দেখতাম কাঁদছি। কখনও কখনও আবার কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়তাম।’
সেই দুঃসময় এখন অতীত। গত বছর ‘পুষ্পা: দ্য রাইজ’ জীবন বদলে দেয় রশ্মিকার। এ বার বলিউডে পা রাখছেন তিনি। ৭ অক্টবর মুক্তি পাচ্ছে তাঁর প্রথম হিন্দি ছবি ‘গুডবাই’। এ ছাড়াও তাঁর হাতে আছে ‘মিশন মজনু’।
For all the latest entertainment News Click Here