বিজেপির অটলের চরিত্রে অভিনয় করতে গিয়ে হাল খারাপ, ইনস্টায় লিখলেন পঙ্কজ ত্রিপাঠি
অটল বিহারী বাজপেয়ীর বায়োপিকে কেন্দ্রীয় চরিত্রে দেখা মিলবে পঙ্কজ ত্রিপাঠির। ২৪ ডিসেম্বর রাতে এই নিয়ে একটি পোস্টও করলেন তিনি। জানালেন, এই চরিত্রের প্রস্তুতি নিতে গিয়ে বেশ নাকানি-চোবানি খিতে হচ্ছে তাঁকে। নিজেকে অটলের জায়গায় বসানো তাঁর কাছে যে কত বড় চ্যালেঞ্জ তা নিয়েও কথা বললেন।
এর আগে অটলের চরিত্র অভিনয়ের খবর দিতে গিয়ে পঙ্কজ সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, ‘‘Bharat zameen ka tukda nahi, jeeta jaagta rashtrpurush hai!– এই পংক্তি লিখেছেন যেই মহান নেতা সেই অটল বিহারী বাজপেয়ীজির ভূমিকা বড় পরদায় ফুটিয়ে তোলার সুযোগ পেয়েছি আমি। এটাকে আমার সৌভাগ্য মনে করি। জলদি আসছে #ATAL।’’
প্রসঙ্গত, ১৯৯৮ সাল থেকে ২০০৪ সাল অবধি তিনি বসেছিলেন প্রধানমন্ত্রীর আসনে। ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র প্রথম নেতা যিনি দেশের প্রধানের কুর্সি সামলান। ৯৩ বছর বয়সে দীর্ঘ অসুস্থতার পর মারা যান অটল এইমস হাসপাতালে।
এবারে নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে পঙ্কজ লিখলেন, ‘একটু উত্তেজনা, ভয় এবং হৃদয়ে অনেক আন্তরিকতা নিয়ে আমি অটল চরিত্রে অভিনয় করতে চলেছি- ‘আমি অটল’। তার ভূমিকা পরদায় ফুটিয়ে তোলা কোনও পরীক্ষায় অংশ নেওয়ার চেয়ে কম নয়। তবে আমার সঙ্গে তাঁর আশীর্বাদ রয়েছে এটা আমার পূর্ণ বিশ্বাস।’ সঙ্গে হ্যাশট্যাগে জুড়ে দেন #MainAtalHoon।
মির্জাপুর, মিমি, স্ত্রী, স্যাকরেড গেমস, ফুকরে, ৮৩-র মতো সিনেমায় নিজেকে ঢেলে দিয়েছেন পঙ্কজ ত্রিপাঠি। ২০২৩ সালের ২৫ জানুয়ারি অটল বিহারী বাজপেয়ীর ৯৯তম জন্মবার্ষিকীতে ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।
For all the latest entertainment News Click Here